

আসন্ন বাংলাদেশ নারীদের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু হবে। শেষ ওয়ানডে ২৩ ডিসেম্বর।
আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা নারীদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে বাংলাদেশ নারী দল।
ওডিআই সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ নারী স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সুবহানা মোস্তারী, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন , মারুফা আক্তার, দিশা বিশ্বাস।
স্ট্যান্ড বাই: শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশিতা আক্তার নিশি।
সিরিজের সময়সূচি-
১ম টি-টোয়েন্টি: ০৩ ডিসেম্বর, বেনোনি
২য় টি-টোয়েন্টি: ০৬ ডিসেম্বর, কিম্বারলি
৩য় টি-টোয়েন্টি: ০৮ ডিসেম্বর, কিম্বারলি
১ম ওয়ানডে: ১৬ ডিসেম্বর, ইস্ট লন্ডন
২য় ওডিআই: ২০ ডিসেম্বর, পচেফস্ট্রুম
৩য় ওডিআই: ২৩ ডিসেম্বর, বেনোনি