

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে মোসাদ্দেক হোসেন বাংলাদেশের দলের বাইরে। ব্যর্থতায় বাদ পড়া মোসাদ্দেক হারিয়ে খুঁজছেন নিজেকে। এবারের ভারত বিশ্বকাপে মোসাদ্দেককে দলে নেয়নি বাংলাদেশ। তবে মোসাদ্দেক খোঁজে বের করেছেন বাংলাদেশের ব্যর্থ হওয়ার কারণ। তার মতে, মডার্ণ ডে ক্রিকেটে বাংলাদেশ এখনও ফিট হতে পারেনি।
বিশ্বকাপে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে জয়ের পর হাফ ডজন হার দেখে সাকিবের দল। শ্রীলঙ্কার সাথে জিতে নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। শেষ ম্যাচে আবার হার অস্ট্রেলিয়ার কাছে।
মাত্র দুই জয় সঙ্গে করে দেশে ফিরে আসা দলকে নিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন এই আসরে কি ছিল অন্য দেশের সাথে পার্থক্য।
‘আসলে আধুনিক ক্রিকেট এখন অনেক ফাস্ট হয়ে গেছে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টেও দেখবেন অনেক ইনটেনসিটি থাকে। স্ট্রাইক রেট মেইনটেইন করেই খেলার চেষ্টা করে। ওয়ানডে এখন টি-টোয়েন্টির মত হয়ে গেছে প্রায়। ম্যানেজমেন্ট হয়ত এসব মাথায় রেখেই কাজ করার চেষ্টা করে যাচ্ছে। সেভাবেই উন্নতি করার চেষ্টা করছে।’
বিশ্বকাপ আসরে টানা পরাজয়ে থাকার কারণ খোঁজে বের করে বললেন,
‘আমার মনে হয় ক্রিকেটারদের ওপর অনেক চাপ চলে এসেছিল। সমর্থকদের অনেক সমর্থন ছিল যেটা শেষ দিন পর্যন্ত ছিল। সামনেও থাকবে আশা করি। সব জায়গা থেকে চাপ ছিল। একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে যার কারণে রিকভার করা কঠিন হয়েছে।’