এখনও আমার অনেক কিছু দেওয়ার আছে দলকে: মোসাদ্দেক

শেষ ওভারের চ্যালেঞ্জ জয়ে মোসাদ্দেকের যে মন্ত্র
Vinkmag ad

অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন বেশ দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে। বাংলাদেশের জার্সি গায়ে মোসাদ্দেকের শেষ ম্যাচ গেল বছরের টি-টোয়েন্টি  বিশ্বকাপে। এরপর থেকেই আছেন ফেরার লড়াইয়ে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেও জাতীয় দলে তিনি এখন আর বিবেচিত নন। মোসাদ্দেক আবারও সুযোগের অপেক্ষায়। তবে টিম কম্বিনেশনের কারণে তার বাদ পড়া, এই নিয়ে আছে আক্ষেপও।

আজ মিরপুর হোম অব ক্রিকেটে ব্যক্তিগত অনুশীলনের পর মোসাদ্দেকের মুখোমুখি গণমাধ্যম। জাতীয় দলে নিজের ভবিষ্যত নিয়ে মোসাদ্দেক বললেন,

‘একটু কঠিন আসলে একা একা অনুশীলন করা। এখন মিরপুরে আমরা অনুশীলন করতে পারছি। কোচিং স্টাফ হয়ত সবাই নেই। ইফতি ভাই আছে, ফিজিও হিসেবে সানি ভাই আছেন। উনাদের সাথে কাজ করছি। চেষ্টা করছি আমাদের কিছু থ্রোয়ার আছে তাদের নিয়েই কাজ করছি।’

মোসাদ্দেক ভালোভাবেই মানেন, ফিট হওয়া ছাড়া তার ফেরার সুযোগ কম। মোসাদ্দেক নিজেকে তৈরি করছেন আগামীর জন্যে। তার বক্তব্য পরিষ্কার, এখনও দলকে দেওয়ার অনেক বাকি তার। 

‘আগে তো ফিট হতে হবে। রিকভার করতে হবে। অবশ্যই কাজ করছি জাতীয় দলে খেলার জন্যই। কোনো একটি টুর্নামেন্টকে লক্ষ্য করে শুরু করে সেখানে ভালো করে জাতীয় দলে ফেরা। সেখানে ফিট হওয়া, কাজ করা, চেষ্টা করা সবকিছু জাতীয় দলের জন্যই। যত ভালো সার্ভিস জাতীয় দলকে দিতে পারি এখনও অনেক কিছু দেওয়ার আছে দলকে। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে সামনে ভালো করে দলকে কিছু দেওয়ার চেষ্টা করব।’

দলের বাইরে থাকা, আর খারাপ লাগা নিয়ে মোসাদ্দেকের সহজ স্বীকারোক্তি, ‘আসলে বেশি ম্যাচ খেলতে পারলে হয়ত ভালো পারফরম্যান্স আসত। কারণ তখন অনেক ভালো ছন্দে ছিলাম, ভালো খেলছিলাম। হয়তবা টিম কম্বিনেশনের কারণে দল থেকে বাদ পড়েছিলাম। এখন চেষ্টা করছি আবার ফেরার। সুযোগ পেলে আরও ভালো খেলার চেষ্টা করব।’

৯৭ প্রতিবেদক

Read Previous

পাকিস্তানকে হারিয়ে জ্যোতি, ফারজানাদের র‍্যাংকিংয়ে উন্নতি

Read Next

বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার কারণ জানালেন মোসাদ্দেক

Total
0
Share