বোর্ড প্রধান, নির্বাচক; সবার উপর ফুঁসে উঠেছেন রমিজ রাজা

রমিজ রাজা

রমিজ রাজা বেশ রাগ ঝাড়লেন! বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সের সাথে বোর্ডের দায় দেখছেন তিনি। বোর্ড ও বোর্ড সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ড তাঁর কাছে ঠিকঠাক মনে হচ্ছে না। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ও বোর্ড প্রধান।

সেমি খেলতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। টেবিলে পাঁচে থেকে শেষ করেছে নিজেদের বিশ্বকাপ। শুধু মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরেও নানা ঘটনায় টালমাটাল ছিল পাকিস্তান ক্রিকেট।

টুর্নামেন্ট চলাকালীন সময়েই দলের প্রধান নির্বাচক পদত্যাগ করেছেন। বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফও নিজের কর্মকাণ্ড দিয়ে বিতর্ক তৈরি করেছেন। আর পুরোটা সময় বাবরের অধিনায়কত্ব ও দল নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তো ছিলই।

রমিজ অবশ্য বাবরের অধিনায়কত্ব নিয়ে আলাপ না তুলে দলের পারফরম্যান্স ও সার্বিক পরিবেশ নিয়েই আলোচনা করতে চেয়েছেন।

তিনি বলেন, “যখন বোলাররা নতুন বলে উইকেট তুলতে না পারছে, তখন বাবর তাঁর অধিনায়কত্ব দিয়ে কীভাবে কী করবে?”

“এবং তাঁরা (পিসিবি) কিছু সাবেক ক্রিকেটার একসাথে করেছে, এরপর তাঁদের জিজ্ঞেস করা হয়, এটা কীভাবে সমাধান করবে? তাঁদের কে নিয়োগ দিয়েছে? এটা কী তাঁদের কাজ, একসাথে হয়ে অধিনায়ক ও কোচিং কর্মকর্তাদের বদলে ফেলা এবং সবাই ভাববে, তাঁরা একটা বড় পদক্ষেপ নিয়েছে।”

বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফের ব্যাপারেও এই সাবেক বোর্ড প্রধান কথা তুলেছেন। ৬১ বছর বয়সী রমিজ বলেন,

“পাকিস্তান ক্রিকেট এক ইঞ্চিও আগাবে না, যদি আপনার এই খেলার প্রতি কোনো আবেগ না থাকে৷ আপনার নিজেকে ও নিজের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। আপনার নিজের প্রিয় সাংবাদিককে এসব খবর ফাঁস করা বন্ধ করতে হবে।”

ইনজামাম উল হক প্রধান নির্বাচকের পদ থেকে সরে যাওয়ার পর, পিসিবি অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে সাবেক ক্রিকেটার তৌসিফ আহমেদ’কে নিয়োগ দিয়েছে।

তৌসিফের ব্যাপারে রমিজ বলেন, “যে নতুন প্রধান নির্বাচক আপনি নিয়োগ দিয়েছেন, তাঁর পুরোনো ভিডিওগুলি দেখেন, সেখানে তিনি কত খারাপভাবে বাবর ও রিজওয়ান’কে নিয়ে কথা বলেছে। আপনি আপনার ক্রিকেটকে এগিয়ে নিতে চান, ৭০ বছর বয়সী একজনকে নিয়োগ দিয়ে, যে কিনা ক্রিকেটের কিছুই জানে না।”

তিনি শেষে যোগ করেন “এই পুরো ব্যবস্থাপনা বদলাতে হবে। এই বোর্ডকে আগে পরিবর্তন করতে হবে।”

৯৭ ডেস্ক

Read Previous

টেইলরের কলাম: এই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ‘নার্ভাস’ থাকবে

Read Next

আগামীকাল ওয়াংখেড়েতে উপস্থিত থাকবেন ডেভিড বেকহাম

Total
0
Share