বিশ্বকাপ সেমিতে ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা

ind nz cwc23
Vinkmag ad

অস্ট্রেলিয়ান আম্পায়ার রড টাকার এবং ইংল্যান্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ে প্রথম সেমিফাইনাল ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। এই ম্যাচের মধ্যে দিয়ে টাকার ১০০তম ওডিআই ম্যাচে আম্পায়ারিং করতে যাচ্ছেন। এর আগে ২০১৯ বিশ্বকাপে, ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে ইলিংওর্থ ফিল্ড আম্পায়ার ছিলেন। টাকার সেবার তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করেন।

টাকার সর্বপ্রথম ওডিআই ম্যাচে আম্পায়ারিং করেন ২০০৯ সালে। চলমান বিশ্বকাপে রিচার্ড কেটেলবরো নিজের ১০০তম ওডিআই ম্যাচে আম্পায়ারিং করার মাইলফলক অর্জন করেছেন। তিনি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ম্যাচের ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন।

গত ২১ অক্টোবর শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচে আম্পায়ারিংয়ের মাধ্যমে ১০০তম ম্যাচের দায়িত্ব পালন করেছেন কেটেলবরো। ইডেন গার্ডেন্সে ১৬ নভেম্বর নিতিন মেনন সঙ্গী হবেন কেটেলবরো’র। ভারতীয় আম্পায়ার মেনন এই প্রথম বিশ্বকাপের ম্যাচে দায়িত্ব পালন করছেন।

আইসিসি আম্পায়ার ও রেফারিদের ম্যানেজার শন ইজি ম্যাচ অফিশিয়ালদের অভিনন্দন জানিয়েছেন।

“আমরা বিশ্বকাপের সেমিফাইনালের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। অফিশিয়েটিং দলটি ইভেন্টের এই মুহুর্তে বেশ ভালো পারফর্ম করেছে এবং আমি নকআউটে যারা আছে তাদের জন্য শুভ কামনা জানাচ্ছি।”

সেমিফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল:

প্রথম সেমিফাইনাল: ভারত বনাম নিউজিল্যান্ড, বুধবার, ১৫ নভেম্বর, মুম্বাই

ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ, রড টাকার
তৃতীয় আম্পায়ার: জোয়েল উইলসন
চতুর্থ আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক
ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট

দ্বিতীয় সেমিফাইনাল: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, কোলকাতা

ফিল্ড আম্পায়ার: রিচার্ড কেটেলবরো, নিতিন মেনন
তৃতীয় আম্পায়ার: ক্রিস গ্যাফানি
চতুর্থ আম্পায়ার: মাইকেল গফ
ম্যাচ রেফারি: জাভাগাল শ্রীনাথ

৯৭ ডেস্ক

Read Previous

শেবাগ, ডি সিলভা, ডায়না আইসিসি হল অব ফেমে

Read Next

পাকিস্তান দলের দায়িত্ব ছাড়লেন মরনে মরকেল

Total
0
Share