
বীরেন্দর শেবাগ, অরবিন্দ ডি সিলভা, ডায়না এডুলজি– এই তিন সাবেক ক্রিকেটারকে আইসিসি হল অব ফেম এর সম্মানজনক স্বীকৃতিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এডুলজি প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেতে যাচ্ছেন। আগামী ১৫ নভেম্বর, প্রথম সেমিফাইনাল ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই সাবেক তিন ক্রিকেটারকে সম্মানিত করা হবে।
একটি ভোট প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই তিন ক্রিকেটারকে নির্ধারণ করা হয়েছে। যেখানে বর্তমান ‘হল অব ফেম’ এ যারা আছেন, মিডিয়া প্রতিনিধি, ফিকা ও আইসিসি এর সিনিয়র প্রশাসক– তাঁরা ভোট প্রদান করেছেন। এই ভোট প্রক্রিয়ার পর শ্রীলঙ্কা ও ভারতের সাবেক দুই বিশ্বকাপ-জয়ী খেলোয়াড় অরবিন্দ ডি সিলভা ও বীরেন্দর শেবাগ এবং ভারতীয় নারী ক্রিকেটের একজনা অগ্রগামী হিসেবে বিবেচিত ডায়না এডুলজি– এ ৩ জন’কে নির্ধারণ করা হয়।
অরবিন্দ, শেবাগ ও এডুলজি যথাক্রমে ১১০, ১১১ ও ১১২ নম্বর ‘হল অব ফেম’ হিসেবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন।
ডি সিলভা শ্রীলঙ্কার হয়ে ১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার উপভোগ করেছেন। উল্লেখযোগ্যভাবে ১৯৯৬ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দলটির স্মরণীয় জয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
২০১১ সালে ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী দলে শেবাগ ছিলেন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তাঁর ক্রিকেটীয় ক্যারিয়ার রয়েছে ১৪ বছরের। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজারের বেশি রান করেছেন।
১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এবং ভারতীয় নারী ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল ঘরোয়া দল প্রতিষ্ঠায় তাঁর অগ্রণী ভূমিকার কারণে এডুলজি প্রথম ভারতীয় নারী হিসেবে আইসিসি ‘হল অব ফেম’ এ অন্তর্ভুক্ত হয়েছেন। ভারতীয় নারী ক্রিকেটে এডুলজি কৃতিত্বের সাথে অবস্থান করে আছেন।
আগামী ১৫ নভেম্বর, ভারত-নিউজিল্যান্ড, প্রথম সেমিফাইনাল ম্যাচের দিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি অন-ফিল্ড আয়োজনের মধ্যে দিয়ে এই তিন ক্রিকেট-ব্যক্তিত্ব কে সম্মাননা দেওয়া হবে।