বাংলাদেশ সহ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেল ৮ দল

বাংলাদেশ ১
Vinkmag ad

অবশেষে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা নিশ্চিত করল। এতদিন কিছুটা ধোঁয়াশা, কিছুটা সমীকরণ মিলিয়ে হিসাব-নিকাসব থাকলেও, আজ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের জয়ের মধ্যে দিয়ে পয়েন্ট টেবিলে আটে থেকে শেষ করা বাংলাদেশ দল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস যথাক্রমে নয় ও দশে থেকে শেষ করার কারণে, তাঁদের জন্য ২০২৫ সালের এই টুর্নামেন্ট খেলার সুযোগ হচ্ছে না।

নিয়মে এমন ছিল, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে চলমান বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করতে হবে পয়েন্ট টেবিলে আটের মধ্যে থেকে। এখানে লড়াইটা ছিল মূলত বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার। অবশ্য পয়েন্ট টেবিলের শেষে থাকা নেদারল্যান্ডসও ছিল লড়াইয়ে।

মূলত গত ৬ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে জিতে বাংলাদেশ দল টেবিলের আটে উঠে আসে। এরপর গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হারে, টেবিলে অবস্থানের পরিবর্তন হয়নি বাংলাদেশের। হারের ব্যবধান বেশি হলে অবশ্য সেখানে পার্থক্য তৈরি হতে পারত। এখানে একরকম উতরে যায় দলটি।

এরপর পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে ইংলিশরা জিতে নিজেদের অবস্থান রাখে টেবিলের সাতে, যা ম্যাচ শুরুর আগেও তেমনই ছিল। এই ফলাফলগুলি বাংলাদেশের জন্য ছিল ইতিবাচক। তবুও অপেক্ষা ছিল বাকি।

আজ ছিল বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। মুখোমুখি হয়েছিল স্বাগতিক ভারত ও নেদারল্যান্ডস। পয়েন্ট টেবিলের সবচেয়ে ভালো ও খারাপ অবস্থানে থাকা দুই দল। এই ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানে পরাজিত করে ভারত। আর ভারতের এই জয়ে বাংলাদেশের জন্য আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলায় আর কোনো বাঁধা রইল না। যেখানে হয়ত নেদারল্যান্ডস জিতলে সমীকরণ অন্যরকম হয়ে যেত।

বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জিতে এবারের আসর শেষ করেছে বাংলাদেশ। যখন সেমিফাইনালের আশা আর টেকেনি, তখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা টিকিয়ে রাখার চেষ্টা দেখা যায় দলের মধ্যে। সেই চেষ্টায় সফলই বলতে হয় টাইগারদের।

৯৭ ডেস্ক

Read Previous

অপরাজিত থেকেই সেমিতে গেল ভারত

Read Next

শেবাগ, ডি সিলভা, ডায়না আইসিসি হল অব ফেমে

Total
0
Share