ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও নেই আর্চার

জফরা আর্চার ২০১৯ বিশ্বকাপ
Vinkmag ad

কনুইয়ের ব্যথা নতুন করে যোগ হয়েছে জফরা আর্চারের চোটের তালিকায়। মুম্বাইয়ে ইংল্যান্ডের সাথে অনুশীলন করার সময় এই ব্যথা অনুভব করেন তিনি। মূলত স্ট্রেস ফ্রাকচার থেকে পুনর্বাসন প্রক্রিয়াতে ছিলেন আর্চার। দুইয়ের মিশেলে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজে সাদা বলের সফরে স্কোয়াডে সুযোগ মেলেনি এই পেসারের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি আর্চারকে। মুম্বাই ইন্ডিয়ানসের প্রতিনিধিত্ব করার সময় তিনি স্ট্রেস ফ্রাকচারের সমস্যায় পড়েন। ১৮ মাস কনুই ও পিঠের চোটের পর জানুয়ারিতে ফিরেছিলেন এই ইংলিশ পেসার। সাউথ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে তখন ম্যাচও খেলেছিলেন।

আর্চারকে বিশ্বকাপের স্কোয়াডে রাখতে সর্বোচ্চ চেষ্টা ছিল ইংল্যান্ড ম্যানেজমেন্টের। শেষপর্যন্ত ১৫ সদস্যের দলে রাখা যায়নি তাঁকে। এরপরও দলের সাথে উড়িয়ে নেওয়া হয়েছে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। ধারণা ছিল, যদি সুযোগ মেলে, তাঁকে খেলানো হবে।

ইংল্যান্ড দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন,

“আমরা জফরার জন্য মরিয়া। আমরা তার জন্য এই বাজি নিয়েছি যে, তাঁকে আবারও ফিট দেখতে চাই।”

“তিনি এখানে উড়ে আসেন, মুম্বাইয়ে আসেন, বোলিং করেন এবং তখন আসলে কনুইতে ব্যথা অনুভব করেন। তো তখন মনে হলো, এটা আসলে বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে। আপনি দেখবেন দুই বছরের মধ্যে অ্যাশেজ আছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে…জফরার সেখানে অনেককিছু দেওয়ার আছে।”

ভারতে বিশ্বকাপের যাত্রা শেষ করেছে ইংল্যান্ড। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ খেলবে দলটি। নেতৃত্বে থাকছেন জস বাটলার। ইতোমধ্যে ঘোষণা হয়েছে ইংলিশ স্কোয়াড। বিশ্বকাপ স্কোয়াড থেকে মাত্র ৬ জন খেলোয়াড় আছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে।

৯৭ ডেস্ক

Read Previous

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্বকাপের ৬ ক্রিকেটার, নেতৃত্বে বাটলারই

Read Next

অপরাজিত থেকেই সেমিতে গেল ভারত

Total
0
Share