
এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত দল ভারত। গ্রুপ পর্বে খেলা নয় ম্যাচের নয়টি’তেই জয় লাভ করল রোহিত শর্মার দল। আজ ছিল বিশ্বকাপ গ্রুপ পর্বের শেষ ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে লড়েছিল স্বাগতিক ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান সংগ্রহ করে দলটি। পাহাড়সম লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ২৫০ রানে গুটিয়ে যায় ডাচ’রা। নবম ম্যাচে ভারতের জয় ১৬০ রানের।
বিশাল লক্ষ্যমাত্রা ছিল নেদারল্যান্ডসের সামনে। তবুও পাওয়ারপ্লে কাজে লাগিয়েছে তাঁরা। দ্বিতীয় ওভারেই ওয়েসলি বারেসি মোহাম্মদ সিরাজের শিকার হয়ে ফিরলেও, প্রথম ১০ ওভারে ৬২ রান তুলতে সক্ষম হয় দলটি।
কলিন অ্যাকারম্যানের পতন ঘটেছে এর পরেই। কুলদীপ যাদবের ডেলিভারিতে লেগ বিফোর হয়ে ফিরেছেন ৩৫ রান করে। ত্রিশের বেশি করতে পারেননি ম্যাক’ও ডাউড, জাদেজার বলে বোল্ড হয়েছেন। সাইব্রান্ড এঙ্গেলব্রেখট তখন ছিলেন একপাশ আগলে। অধিনায়ক স্কট এডওয়ার্ডস থাকতে দলের রান শতক ছাড়ায়।
তবে সঙ্গ দিতে পারেননি। এডওয়ার্ডসের উইকেট তুলে নিয়েছেন ভিরাট কোহলি। বিশ্বকাপে নিজের প্রথম উইকেট নিলেন তিনি। বাস ডি লিড যোগ করেছিলেন কেবল ১২ টি রান। এঙ্গেলব্রেখট তখনও ক্রিজে। যখন ৪৫ রানে ফিরছেন, তখন ৬ উইকেট হারিয়ে দলের রান ১৭২।
তেজা নিদামানুরু এসে দলের হাল ধরলেন। লোগান ভ্যান বিক ও ভ্যান ডার মারওয়ে দুজনেই ছিলেন নিদামানুরুর সঙ্গী। দুজনেই ১৬ রানে ভারতীয় দুই স্পিনারের শিকার হয়েছেন। এদিকে নিদামানুরু মেতেছিলেন ব্যবধান কমানোর খেলায়। নিজের ফিফটিও তুলে নিয়েছেন ৩৮ বলে। কিন্তু ৪৮তম ওভার করতে এসে স্বয়ং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার শিকার হলেন তিনি। ৬ ছক্কা ও ১ চারে ৩৯ বলে ৫৪ রান করে শেষ হয় নিদামানুরুর ইনিংস। একইসাথে শেষ হয় নেদারল্যান্ডসের ইনিংস, সব উইকেট হারিয়ে ২৫০ রানে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামে স্বাগতিক ভারত। দুর্দান্ত ব্যাটিং ফর্মের ধারাবাহিকতা এদিনও বজায় রেখেছিল দলটি। উদ্বোধনী জুটিতে অধিনায়ক রোহিত শর্মার সাথে তাল পাল্লা দিয়ে রান তোলেন শুবমান গিল। এই জুটিতে ভারতের রানের খাতায় আসে শত রান। ৫১ (৩২) রানে গিল ফিরেছেন।
রোহিত-কোহলি জুটি অবশ্য টেকেনি বেশিক্ষণ। দ্রুতলয়ে রান তোলার রোহিতের ফেরা পড়েছে ৬১ (৫৪) রানে। ইনিংসে ছিল ৮ চার ও ২ ছয়। ভিরাট কোহলির কাছে সবাই আশা করছিল পঞ্চাশতম শতকটা যাতে হয়ে যায় আজকেই। কোহলি খেলছিলেন বুঝেশুনেই। কিন্তু ভ্যান ডার মারওয়ের ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরতে হয় তাঁকে, ৫১ রানে।
ভারতের রান তখন প্রায় ২৯ ওভারে ২০০। এরপর শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল মিলে যা করলেন তা তো অবিশ্বাস্য। দুজনেই ফিফটি পেরিয়ে শতকের পিছনে ছুটতে থাকলেন। ভারতের রান যখন ৩০০ ছাড়িয়েছে, তখন ৮৪ বলে শতক হাঁকিয়ে নিলেন আইয়ার। অন্যদিকে চার ছক্কার বন্যা ছুটিয়ে রাহুলও একই পথের পথিক। মাত্র ৬২ বলে পেয়ে যান সেঞ্চুরির দেখা।
ভারতের রান ৪০০ তে গিয়ে ঠেকে ইনিংসের শেষ ওভারে। সেই ওভারের পঞ্চম বলে আউট হয়ে ফিরেছেন রাহুল, ১১ চার ও ৪ ছয়ে ৬৪ বলে ১০২ রানের ইনিংস খেলা শেষে। ভারতের পক্ষে ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে কম বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন। অন্যদিকে আইয়ার অপরাজিত ছিলেন ৯৪ বলে ১২৮ রান করে।
ভারতের রান গিয়ে থামে ৪ উইকেট হারিয়ে ৪০৮ এ।