ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্বকাপের ৬ ক্রিকেটার, নেতৃত্বে বাটলারই

ইংল্যান্ড 3
Vinkmag ad

বিশ্বকাপে খেলা স্কোয়াড থেকে মাত্র ৬ ক্রিকেটার আছে ক্যারিবিয়ান সফরের ইংল্যান্ড দলে। জস বাটলারকে অধিনায়ক হিসাবে রেখেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

ভারতের ২০২৩ বিশ্বকাপ আসর হতাশায় গেল ইংল্যান্ড দলের। একের পর এক পরাজয়ে টেবিলের সাতে থেকে তারা শেষ করেছে বিশ্বকাপ মিশন। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা বলের সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড। সিরিজটি ৩ ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্বকাপের দল থেকে নয় জনকে বাদ দিল ইংল্যান্ডের নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন জস বাটলারই। তবে দলে জায়গা হয়নি বেন স্টোকস, মইন আলির মতো ক্রিকেটারদের।

ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ স্কোয়াড থেকে অধিনায়ক জস বাটলার সহ কেবল ৬ জন খেলোয়াড় ওয়ানডে দলে ডাক পেয়েছেন। গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কারস, স্যাম কারেন এবং লিয়াম লিভিংস্টোন অধিনায়কের সঙ্গে এই দলে যোগ দিয়েছেন। 

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাং, জন টার্নার।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:

জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, রিস টপলি, জন টার্নার, ক্রিস ওকস।

৯৭ ডেস্ক

Read Previous

মিসবাহ উল হকের পরামর্শ গ্রাহ্য করেনি পিসিবি

Read Next

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও নেই আর্চার

Total
0
Share