

২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেই। আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় শ্রীলঙ্কা ক্রিকেট আয়োজন করতে পারবে না কোনও টুর্নামেন্টে। ফলে শঙ্কায় পড়েছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে। তার আগে অনিশ্চয়তা ২০২৪ সালের জানুয়ারিতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন নিয়ে।
এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে লজ্জার হার। বিশ্বকাপে হতাশার পারফরম্যান্স। গত শুক্রবার দেশে ফিরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর মাঝেই শ্রীলঙ্কা ক্রিকেটে অন্ধকার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে আইসিসি এবার নিষিদ্ধ করল তাদের।
২০২৪ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। নিষেধাজ্ঞা না তোলা হলে এই টুর্নামেন্ট কোনও ভাবেই আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা। শুধু তাই নয়, কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না শ্রীলঙ্কা ক্রিকেট দল। তবে সবকিছুই জানা যাবে আগামী ২১ নভেম্বরে আইসিসির মিটিং শেষে।
অনির্দিষ্টকালের এই নিষেধাজ্ঞার ফলে আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না, সে বিষয়ে প্রশ্ন উঠছে। এসএলসির বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়া হলে ভেন্যু প্রস্তুত করা বাবদ আইসিসির কাছ থেকে ২৪ লাখ ডলার বরাদ্দ হারাবে এসএলসি।