ডোনাল্ড অসাধারণভাবে আমাদের যত্ন নিত: তাসকিন

তাসকিন ডোনাল্ড

বাংলাদেশ দলের পেস বোলিং নিয়ে যতটুকু আশা ছিল, ততটুকু পূরণ হয়নি। আশা করা হচ্ছিল, অ্যালান ডোনাল্ডের তত্ত্বাবধানে ভারতের মাটিতে কিছুটা আলাদাভাবে চোখে পড়বে তাসকিনদের। সেরকম হয়নি। ডোনাল্ড নিজের দায়িত্ব ছেড়েছেন, একইসাথে মেয়াদও শেষ হয়েছে। আজ চলমান বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয় দিয়েই শেষ হলো টাইগারদের এবারের আসর।

ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন পেসার তাসকিন আহমেদ। জানালেন মিশ্র প্রতিক্রিয়া। ব্যাটারদের কম রান করার কারণে, প্রতিপক্ষ ঝুঁকি নিয়েছে কম। তবুও আরো ভালো করার সুযোগ ছিল সেটিও মানছেন এই পেসার।

“ফেইল কী আসলে! আমার মনে হয় বেশিরভাগ উইকেটগুলোতে পর্যাপ্ত রান না করার কারণে প্রতিপক্ষ হয়ত কম ঝুঁকি নিয়ে ব্যাটিং করেছে। সেট হয়ে গেলে পানিশ করেছে। আমার কাছে মনে হয় ভারতের উইকেটে ৬-৬.৫ ইকোনমিতে কেউ ১০ ওভার শেষ করতে পারলে সেটা খুব ভালো। আমার কাছে মনে হয়। আরও ভালো করতে পারতাম হয়ত। ভালো করতে পারি নাই। আশা ছাড়া তো আর কিছু নাই জীবনে। অইটাই আরকি।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে এসেছিলেন সাবেক সাউথ আফ্রিকান ক্রিকেটার অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের পেসারদের সাথে গড়ে উঠেছিল এক মধুর সম্পর্ক। বাউন্ডারি লাইনেও দেখা যেত ছুটে যাচ্ছেন, পেসারদের সাথে কথা বলছেন। দায়িত্ববোধের জায়গাটা বোঝা যেত স্পষ্ট। বাংলাদেশের সাথে দায়িত্ব শেষ ডোনাল্ডের। সদ্য সাবেক হওয়া এই কোচের প্রতি শুভকামনা জানিয়ে রাখলেন তাসকিন।

“সে অসাধারণভাবে আমাদের যত্ন নিত। ভালো হোক খারাপ হোক। সবসময় ব্যাক করত, অনুপ্রেরণা দিত। আমি অনেক উপভোগ করেছি উনার সাথে কাজ করে। এটাই জীবন আসলে, পেশাগত জীবন। সবাই যাবে, আসবে। উনার ভবিষ্যতের জন্য শুভকামনা থাকল। সামনে আরও একটা ভালো বোলিং কোচের আশা করছি (হাসি)।”

৯৭ ডেস্ক

Read Previous

বিসিবির কাছে ভাল উইকেট আশা করছেন শান্ত

Read Next

অধিনায়কের দায়িত্ব নিতে নিজেকে প্রস্তুত দাবি করলেন শান্ত

Total
0
Share