অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

শান্ত
Vinkmag ad

বিশ্বকাপে আজকের ম্যাচে বাংলাদেশের প্রত্যাশার তেমন চাপ নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাওয়ার জন্য টেবিলের আট নম্বরে থাকার একটা সূক্ষ্ম সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ আছে। পুনেতে টসে জিতে আগে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। একাদশে আজ তিন পরিবর্তন আনা হয়েছে, সাকিব আল হাসানের জায়গায় সেরা একাদশে শেখ মেহেদী হাসান। 

বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন শেষ অনেক আগেই, তবে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বাংলাদেশের টিকে রইল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন। আজ ২০২৩ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ লড়াইয়ে নামছে সেমি নিশ্চিত করে ফেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

সাকিব আল হাসান ছাড়াও বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। ফলে সেরা একাদশে ঢুকলেন শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দল পাচ্ছে না সাকিব আল হাসানকে। চোটের কারণে ছিটকে যান অস্ট্রেলিয়া ম্যাচ থেকে। ইতোমধ্যে তিনি দেশে ফিরে এসেছেন। সাকিব না থাকায় স্বাভাবিকভাবেই অধিনায়কত্ব সামলাচ্ছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

২০০৫ সালে কার্ডিফে একবারই অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। বর্তমান বাংলাদেশের দলের অনেকেরই অভিজ্ঞতা নেই অজিদের বিপক্ষে খেলার। তাই এই ম্যাচ বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। 

বাংলাদেশ একাদশ-

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ-

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), মার্নাস লাবুশেইন, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড। 

৯৭ ডেস্ক

Read Previous

আফগানিস্তান শেষ করল বিশ্বকাপের এক অসাধারণ জার্নি

Read Next

চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেতে বাংলাদেশের জন্য সহজ সমীকরণ

Total
0
Share