শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি

শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি
Vinkmag ad

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এর সদস্যপদ স্থগিত করেছে আইসিসি বোর্ড। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ এর তথ্যমতে, শ্রীলঙ্কা বোর্ডে ব্যাপক সরকারি হস্তক্ষেপ ছিল বলে মনে করছে আইসিসি। এর প্রতিক্রিয়ায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আজ এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছে।

আইসিসি থেকে পাওয়া এক বিবৃতি’তে পাওয়া যায়,

“আইসিসি বোর্ড আজ এক বৈঠক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট একটি সদস্য-দেশ হিসাবে তার বাধ্যবাধকতাগুলির গুরুতর লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বায়ত্তশাসিতভাবে শ্রীলঙ্কা বোর্ড তার কাজ পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং শাসন, প্রবিধান অথবা প্রশাসনে কোনও সরকারী হস্তক্ষেপ নেই তা নিশ্চিত করার বিষয়গুলি।”

নিষেধাজ্ঞার শর্তগুলো যথাসময়ে আইসিসি বোর্ড সিদ্ধান্ত নেবে বলেও বিবৃতি থেকে জানা যায়। এর আগে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় দেশটির ক্রিকেট বোর্ড বহিষ্কার করে নতুন একটি অন্তবর্তীকালীন প্রশাসন দেওয়া হয়েছে।

৯৭ ডেস্ক

Read Previous

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

Read Next

আফগানিস্তান শেষ করল বিশ্বকাপের এক অসাধারণ জার্নি

Total
0
Share