ডোনাল্ড ইস্যু খোলাসা করলেন হাথুরুসিংহে

চ হাথুরুসিংহে
Vinkmag ad

অ্যালান ডোনাল্ডের শেষ ম্যাচ আগামীকাল। বাংলাদেশের সাথে নিজের যাত্রা শেষ করছেন এই সাউথ আফ্রিকান কোচ। এমনিতেও এই বিশ্বকাপ পর্যন্তই মেয়াদ ছিল তাঁর। তবে সেই মেয়াদ আর বাড়াবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড। আগামীকালের ম্যাচ শেষেই সরে দাঁড়াবেন নিজের পদ থেকে।

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ডোনাল্ড। দায়িত্ব পেয়েছিলেন ২০২২ এর ফেব্রুয়ারিতে। বাংলাদেশের সাথে তাঁর তৈরি হয়েছে এক মধুর সম্পর্ক। দলের পেসাররা তাঁকে দারুণ পছন্দ করে, তিনিও ঠিক তেমনই। তাসকিনদের নিয়ে এক বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে নিয়েছেন এই কোচ। সম্প্রতি ডোনাল্ডের সরে যাওয়া নিয়ে নানা আলোচনা চলছে চারদিকে।

একটি আলোচনা এমন রয়েছে, দলের মিটিংয়ের কথা বাইরে কেউ প্রকাশ করেছে, সে ব্যাপারে বিরক্ত ডোনাল্ড। এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে উত্তর দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

“আমি জানি না তোমরা এগুলো কোথায় পেয়েছ (দলের কোন এক ব্যক্তির দ্বারা বিরক্ত ডোনাল্ড)। আমি যেটা জানি, কিছু কোচের চুক্তির মেয়াদ বিশ্বকাপ শেষে শেষ হচ্ছে। ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে আমার কোন আলাপ হয়নি।”

এমন আলাপ স্রেফ উড়িয়েই দিলেন হাথুরুসিংহে। বরং বিদায়ী কোচ বা আরও যা’রা যাচ্ছে, তাঁদের সাথে কাজ করার আনন্দ প্রকাশ করলেন তিনি। ডোনাল্ড’কে মিস করবেন এই শ্রীলঙ্কান কোচ, সেটা জানাতেও ভুললেন না।

“হ্যাঁ, ম্যাচ শেষে তাঁদের সঙ্গে কথা বলব। সে (ডোনাল্ড) আসার পর থেকে বাংলাদেশের জন্য দারুণ কাজ করেছে। আমাদের ফাস্ট বোলিং ইউনিটের সাফল্যে সে অবদান রেখেছে, অবদান রেখেছে দলের সাফল্যেও। সে দলে এক্সপেরিয়েন্স, পারসোনালিটি এনেছে। তাঁকে পাওয়া দারুণ, তাঁর সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা। তাঁকে মিস করব।”

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশ ক্রিকেটের ‘চেঞ্জ অব ব্যাটন’ জানালেন হাথুরুসিংহে

Read Next

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

Total
0
Share