বাংলাদেশ ক্রিকেটের ‘চেঞ্জ অব ব্যাটন’ জানালেন হাথুরুসিংহে

হাথুরুসিংহে 1

বাংলাদেশের আর একটি ম্যাচ বাকি আছে। সেই ম্যাচে আর তেমন কোনো ব্যবধান তৈরি হবে না। তবে বিশ্বকাপের মঞ্চে আরও একটি জয় দিয়ে শেষ করতে চাওয়ার আশা তো করাই যায়। সেই আশাই এখন করতে বসেছে পুরো দল, দলের প্রধান কোচ, সবাই। আজ, ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আগামীকাল বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারোটায়। ডে ম্যাচ খেলার দৌড়ে এগিয়ে বাংলাদেশ। ভারতের পুনে’তে এর আগে স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচ খেলেছে টাইগাররা। হাথুরুসিংহে উইকেট ও আউটফিল্ডের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করলেন।

সবকিছুর পরেও দলের বিশ্বকাপ পারফরম্যান্সটা এবার হয়েছে হতাশাজনক, সে কথা বলতে গিয়ে কোচ বলেন, “ওভারঅল ক্যাম্পেইন হতাশাজনক ছিল। আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি।”

“আমার ধারণা আমরাই একমাত্র দল যারা তিনটি ডে ম্যাচ খেলছি। এটা অন্যরকম, এখানে শিশিরের প্রভাব থাকে না। আমি মনে করি উইকেট (পুনের) খুব ভালো। আমরা এখানে ১ টা ম্যাচ খেলেছি (ভারতের বিপক্ষে) এর আগে। সেই ম্যাচে উইকেট ভালো ছিল, আউটফিল্ড ফাস্ট ছিল।”

সাকিব আল হাসান ইনজুরিতে, খেলতে পারছেন না আগামীকালের ম্যাচ। এবারের বিশ্বকাপ হতে পারে সাকিব, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ এর শেষ বিশ্বকাপ। হাথুরুসিংহে অবশ্য নিশ্চিত নন এ ব্যাপারে। তবুও এটাই যদি শেষ হয়!

“যদি তাঁরা শেষ করার সিদ্ধান্ত নেয় তাহলে সেটা হবে বাংলাদেশ ক্রিকেটের ‘চেঞ্জ অব ব্যাটন’ এর মত।”

‘চেঞ্জ অব ব্যাটন’ এর মতোই হবে, প্রধান কোচ অন্তত তাই মনে করেন। নতুন কেউ এগিয়ে আসবে, দায়িত্ব যাবে তরুণদের কাছে।

হাথুরুসিংহে বলেন,

“তাঁদের যাত্রাটা অসাধারণ। চার-পাঁচটা বিশ্বকাপ খেলা ইউনিক। আমি জানি না তাঁরা তাঁদের শেষ বিশ্বকাপ খেলছে কিনা! তাঁরা এখনো অনেক ফিট, এখনো পারফর্ম করছে। তাঁরা শেষ টানবে কিনা তা তাঁদের সিদ্ধান্ত, আমি এই বিষয়ে মন্তব্য করতে পারি না। তবে চার/পাঁচ বিশ্বকাপ খেলাটা অনেকের কাছেই স্বপ্নের মত। বাংলাদেশের ছোট ক্রিকেট যাত্রায় তাঁরা বাংলাদেশের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে সেরা।”

৯৭ ডেস্ক

Read Previous

ভেট্টোরির চোখে শেখ মেহেদী ‘অসাধারণ’

Read Next

ডোনাল্ড ইস্যু খোলাসা করলেন হাথুরুসিংহে

Total
0
Share