ভেট্টোরির চোখে শেখ মেহেদী ‘অসাধারণ’

ড্যানিয়েল ভেট্টোরি
Vinkmag ad

কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরি বাংলাদেশের স্পিনারদের নিয়েও কাজ করেছেন। কাছ থেকে দেখেছেন টাইগার স্পিনারদের। অস্ট্রেলিয়ার সহকারী কোচ ভেট্টোরির মতে, দিনের ম্যাচে টস খুব একটা প্রভাব ফেলবে না। তবে বাংলাদেশের একাদশে সাকিবের না থাকাকে দেখছেন ‘বড় ফ্যাক্টর’।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়ার অন্যতম কোচ তথা নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি কথা বলেন, বাংলাদেশের শক্তিশালী স্পিন ইউনিটকে নিয়ে। সাকিব আল হাসানের না থাকা ভেট্টোরির চোখে ‘বড় ফ্যাক্টর’।

‘আপনি যদি ইনডিভিজুয়ালি দেখেন তাহলে বুঝবেন তাঁরা কতটা ভালো। সাকিব এখানে নেই, এটা নিশ্চিতভাবেই বড় ফ্যাক্টর। মুশফিক-মাহমুদউল্লাহ আছে, তাঁরা বিশ্বকাপে অনেক রান করেছে। আমরা আশা করছি দুই মেহেদী খেলবে।’

শেখ মেহেদী হাসানকে ভাসালেন প্রশংসায় ভেট্টোরি। মেহেদী তার চোখে, অসাধারণ এক বোলার।

‘মেহেদী হাসান আমার অন্যতম পছন্দের ক্রিকেটার। ছোট মেহেদী, বড় মেহেদী না। আমি মনে করি সে অসাধারণ বোলার। তাঁরা দুজনেই ভালো বোলার। তাঁরা যতটা সুযোগ পেয়েছে তাতেই বোঝা গেছে তাঁরা কতটা ভালো, কতটা ইফেক্টিভ।’

ভেট্টোরির মতে কাল পুনেতে সকাল সাড়ে দশটার ম্যাচে টস গুরুত্বপূর্ণ কোনো প্রভাব ফেলবে না। তবে ধারণা করছেন, ম্যাচের শেষদিকে স্পিনাররা সাহায্য করতে পারে উইকেট।

‘ডে ম্যাচে টস অতটা গুরুত্বপূর্ণ হবে না, উইকেট স্পিনারদের সাহায্য করতে পারে শেষদিকে।’

৯৭ ডেস্ক

Read Previous

বিসিবির দায়িত্ব নেওয়ার ইচ্ছা আশরাফুলের

Read Next

বাংলাদেশ ক্রিকেটের ‘চেঞ্জ অব ব্যাটন’ জানালেন হাথুরুসিংহে

Total
0
Share