শ্রীলঙ্কাকে ছিটকে যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে বাংলাদেশ

বাংলাদেশ শ্রীলঙ্কা
Vinkmag ad

ভারত, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সেমিতে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। আর নিউজিল্যান্ডের এক পা সেমিতে, এমনটিও বলা যায়। বাকি দলের কিছু অসম্ভব সমীকরণের উপর নির্ভর করে আছে শুধু নিশ্চিত হওয়া। এদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা রাখার সুযোগ ছিল, যেখানে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। শ্রীলঙ্কার বর্তমান অবস্থার মধ্যে দিয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে, যেতে হবে কিছু ‘বড়’ সমীকরণের মধ্যে দিয়ে।

নিয়মে এমন রয়েছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে চলমান বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করতে হবে পয়েন্ট টেবিলে আটের মধ্যে থেকে। এখানে লড়াইটা ছিল মূলত বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার। সেখান থেকে সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে ইংল্যান্ড এখন অবস্থান করছে টেবিলের ৭ নম্বরে। সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে বাংলাদেশ অবস্থান করছে টেবিলের ৮ নম্বরে।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ৯ নম্বরে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ও ইংল্যান্ডের আরও একটি করে ম্যাচ বাকি রয়েছে, অন্যদিকে শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ। নিজেদের টেবিলের উন্নতি করতে চাইলে ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাইলে, বাংলাদেশ ও ইংল্যান্ডের আলাদা দু’টি ম্যাচে চোখ রাখতে হবে লঙ্কানদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১১ নভেম্বর বাংলাদেশ যদি ১৮০ রান বা তার বেশি ব্যবধানে হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের রান-রেট কমে গিয়ে শ্রীলঙ্কা টেবিলের আটে উঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবে।

শ্রীলঙ্কার নিচে থেকে ইংল্যান্ড নিজেদের বিশ্বকাপ শেষ করবে, সেটি বেশ অনিশ্চিত। সেক্ষেত্রে আগামী ১১ নভেম্বর পাকিস্তানের কাছে ২৮০ রান বা এর বেশি ব্যবধানে হারতে হবে ইংল্যান্ডকে। তবেই শ্রীলঙ্কার সুযোগ থাকবে ইংল্যান্ডকে সরিয়ে টেবিলের আটে নিজেদের জায়গা তৈরি করে নেওয়া।

এমন জটিল এক সমীকরণের মারপ্যাঁচে পড়েছে শ্রীলঙ্কা। যদি দলটির চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়, তবে এই সমীকরণ পেরিয়ে, তবেই ২০২৫ সালে পাকিস্তানে আয়োজিত এই টুর্নামেন্টে দেখা যাবে তাঁদের।

৯৭ ডেস্ক

Read Previous

অস্ট্রেলিয়া ম্যাচের পর পদত্যাগ করবেন ডোনাল্ড

Read Next

বিসিবির দায়িত্ব নেওয়ার ইচ্ছা আশরাফুলের

Total
0
Share