অস্ট্রেলিয়া ম্যাচের পর পদত্যাগ করবেন ডোনাল্ড

ডোনাল্ড
Vinkmag ad

আগামী ১১ই নভেম্বর অস্ট্রেলিয়া ম্যাচের পর বিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করবেন ডোনাল্ড। বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপ অভিযান শেষের সঙ্গে শেষ হচ্ছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অধ্যায়ও। 

দ্য ক্রিকবাজের প্রতিবেদন বলছে, ১১ নভেম্বর নির্ধারিত অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের শেষ খেলার পরে অ্যালান ডোনাল্ড তার পদ থেকে সরে যেতে প্রস্তুত। কিংবদন্তি পেস বোলার বৃহস্পতিবার পুনেতে টিম মিটিংয়ের সময় তার সিদ্ধান্তের কথা জানান।

অ্যালান ডোনাল্ড গত বছরের মার্চে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং চুক্তিটি ছিল অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। পরে ভারতের বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ায় বিসিবি। ফের গত ফেব্রুয়ারিতে বাড়লো ডোনাল্ডের সময়সীমা। ভারতের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপেও সামলান মুস্তাফিজ, তাসকিনদের পেস ইউনিটকে।  

তখনই জানা যায়, বিশ্বকাপ শেষে বাংলাদেশের দায়িত্ব ছাড়বেন ডোনাল্ড। এবং ঘটতে যাচ্ছে এমনটিই। বাংলাদেশে আসার আগে অবশ্য ডোনাল্ড কাজ করেছেন ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দলেও।

দক্ষিণ আফ্রিকার পেসার অ্যালান ডোনাল্ড যে সময় খেলতেন, যে কোনো ব্যাটারদের জন্য সে দুঃস্বপ্ন ছিল! বাংলাদেশের পেসারদের নিয়েও দারুণ সব প্রশংসনীয় কাজ করছেন প্রোটিয়া কিংবদন্তি। তার মন্ত্রেই আজ সফল হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ’রা।

৫৫ বছর বয়সী অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ৭২ টেস্ট ও ১৬৪ ওয়ানডে। উইকেট নিয়েছেন যথাক্রমে ৩৩০ ও ২৭২ টি। ১৯৯১ সাল থেকে ২০০৩ সাল অব্দি আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষ ব্যাটারদের ত্রাস ছিলেন ডোনাল্ড। 

৯৭ ডেস্ক

Read Previous

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েও সেমির অপেক্ষায় নিউজিল্যান্ড

Read Next

শ্রীলঙ্কাকে ছিটকে যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে বাংলাদেশ

Total
0
Share