

ভারত উড়ছে। উড়ছে তাঁদের ব্যাটার ও বোলাররা। এখন পর্যন্ত গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালের দরজা দিয়ে প্রবেশ করেছেন। আর একটি ম্যাচ আছে নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচটি জিতলে, পুরোপুরি অপরাজিত থেকেই সেমিতে যাওয়ার গৌরব অর্জন করবে দলটি। দলের পেসার মোহাম্মদ সিরাজ জানিয়েছেন, র্যাংকিংয়ে থাকা তাঁর কাছে তেমন কোনো গুরুত্ব আনে না, এখন বিশ্বকাপ জেতাটাই হয়ে গেছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ।
সিরাজ গত নভেম্বরের ৮ তারিখে ওডিআই বোলিং র্যাংকিংয়ের ১ নম্বরে প্রবেশ করেছে। এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা ৮ ম্যাচের মধ্যে সিরাজের সংগ্রহ মোট ১০ উইকেট৷ ইকোনমি রেট ৫.২৩।
আইসিসি’র সাথে এক আলাপচারিতায় সিরাজ জানিয়েছেন,
“সত্যি কথা বলতে, আমি এক নম্বরে ছিলাম মাঝে কিছু সময়ের জন্য। এরপর আমি নেমে যাই। নম্বর আসলে আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। লক্ষ্য হচ্ছে, ভারতের বিশ্বকাপ জেতা। এটাই আমার দল এবং আমার লক্ষ্য। আমি আশা করি, আমার পারফরম্যান্স ভারতের জন্য ভালো হচ্ছে। এটাই শুধু গুরুত্ব রাখে।”
তিনি আরও যোগ করেন, “আমি এই দলের সাথে থাকতে পেরে গৌরবান্বিত বোধ করি। বিশ্বকাপে এমন পারফরম্যান্সের সাথে সম্পৃক্ততা, আমি অনেক খুশি এই দলের সাথে থাকতে পেরে। আমি শুধু চাই, এখান থেকে প্রতি ম্যাচে দলের পারফর্ম ঠিক থাকুক। অনেক খুশি এই ইউনিটের সাথে থাকতে পেরে।”
ভারত সেমিতে কোন দলের সাথে লড়বে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আগামী ১২ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে বেঙ্গালুরুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার দল। ব্যাটে, বলে সব দিকে এই দলের পারফরম্যান্স এখনো টুর্নামেন্ট সেরা বলেই বিবেচিত হচ্ছে।