

বেন স্টোকসের শতরানে ১৬০ রানের বড় জয় ইংল্যান্ডের, বেঁচে থাকল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা। পুনেতে নেদারল্যান্ডসকে উড়িয়ে ইংল্যান্ড পেল স্বস্তির জয়। এবারের বিশ্বকাপে টানা পাঁচ হারের পর অবশেষে জয় দেখল বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাতেই তলানি থেকে এক লাফে জায়গা করে নিল টেবিলের সাত নম্বরে।
নেদারল্যন্ডসের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ২০২৩ বিশ্বকাপ আসরে প্রথম সেঞ্চুরি পাওয়া ইনিংসে ৮৪ বলে ১০৮ রান করেন বেন স্টোকস। জবাবে ৩৭.২ ওভারে ১৭৯ রান করতেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। এই হারে সেমির স্বপ্ন ভঙ্গ হলো ডাচদের।
১৬০ রানে জয়ের ফলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত বারের বিশ্বজয়ীদের খেলার সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পেল। ৩৪০ রানের বড় টার্গেটে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। ১৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ডাচরা। এরপর দুই হাফ-সেঞ্চুরির জুটিতে লড়াই করার চেষ্টা করে তারা। তৃতীয় উইকেটে ওয়েসলি বারেসি ও এঙ্গেলব্রেখট ৭০ বলে ৫৪ রান যোগ করেন। এরপর ষষ্ঠ উইকেটে ৫০ বলে ৫৯ রান তুলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও তেজা নিদামানুরু।
কিন্তু কোন ব্যাটারই হাফ-সেঞ্চুরির দেখা পাননি। বারেসি ৩৭, এঙ্গেলব্রেখট ৩৩ ও এডওয়ার্ডস ৩৮ রান করেন। ৩৭ দশমিক ২ ওভারে ১৭৯ রানে নেদারল্যান্ডস গুটিয়ে গেলেও, সর্বোচ্চ ৪১ রান নিয়ে অপরাজিত থাকেন নিদামানুরু। ৩৪ থেকে ৩৮, এই পাঁচ ওভারে ১৬ রানে শেষ ৫ উইকেট হারায় ডাচরা।
এর আগে, ব্যাট করে ৯ উইকেটে ৩৩৯ রান তোলে ইংল্যান্ড। দলীয় রান দুইশো হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। কিন্তু বেন স্টোকস ও ক্রিস ওকসের জুটি দলকে ভিত গড়ে দেয়। ডাচ বোলারদের উপর তান্ডব চালিয়ে বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরির তুলে নেন বেন স্টোকস। এছাড়া, ক্রিস ওকস ৫১ রান করে আউট হন। সেঞ্চুরিয়ান বেন স্টোকস ১০৮ রান করেন।