

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের পুনে’তে। দলও এখন সেখানেই অবস্থান করছে। এখন পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স সব মিলিয়ে আশাব্যঞ্জক কিছু নয়। যদিও সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়ে কিছুটা আত্মবিশ্বাসের জায়গায় প্রলেপ দিয়েছে দলটি। এরমধ্যে অধিনায়ক সাকিব আল হাসান এর চোট। এনামুল হক বিজয়’কে বদলি হিসেবে উড়িয়ে নেওয়া। আজ পুনে’তে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার।
সাকিবের বদলি হিসেবে বিজয় কেন, সেই প্রশ্ন নির্বাচককে করা হয়েছে। জানার চেষ্টা করা হয়েছে, লিটন দাস বারবার ছুটি কেন নিচ্ছেন। এছাড়াও সর্বশেষ ম্যাচে সাকিবের অভাব কেমন বোধ করবে, সেই আলোচনাও হয়েছে।
লিটন এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার পর ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেও দুই দিনের ছুটি নিয়ে এখন দেশে অবস্থান করছেন তিনি। দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে আগামীকাল, ৯ নভেম্বর।
“পারিবারিক কারণে আসলে।”
হাবিবুল বাশার জানালেন, এটি পারিবারিক কারণেই। যেহেতু ভারতে বিশ্বকাপ। আসা-যাওয়ার ব্যবধান খুব বেশি নয়। পরিবারের কোনো প্রয়োজনে তাই খেলোয়াড়দের এতটুকু সুযোগ রেখেছে দলের ম্যানেজমেন্ট।
সাকিবের বদলি কেন বিজয়, সেই প্রশ্নে বাশার বলেন,
“এই মুহূর্তে আমরা টপ অর্ডারে একটু সংগ্রাম করছি। সাকিবের রিপ্লেসমেন্ট তো আসলে পাওয়া সম্ভব না। হাতে কেউ নেই। ব্যাটিংয়ে যদি কেউ দরকার হয়, একজন ব্যাটার চলে গেছেন। ব্যাটার হিসেবেই নেওয়া হয়েছে দেখা যাক কী হয় সামনের ম্যাচে।”
শেষ ম্যাচে আর তেমন কিছু পাওয়ার না থাকলেও, শেষটা ভালো করতে চায় বাংলাদেশ। অবশ্য আছে চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণ। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট-টেবিলে অষ্টম স্থান ধরতে না পারলে, খেলা হবে না ২০২৫ সালের এই টুর্নামেন্টটি। আর এই ম্যাচের আগে দলের অধিনায়ক চোটে পড়েছেন।
সাকিবের অভাবটা কেমন বোধ করবে দল?
“সাকিবের অভাব তো অবশ্যই ফিল হবে। সেটাই স্বাভাবিক। অধিনায়ক এবং সেরা অলরাউন্ডার। ব্যাটে-বলে সবসময়ই ভালো পারফর্ম করে থাকেন। তাঁকে অবশ্যই মিস করবে। চোট যেহেতু এখানে কিছু করার নেই, এটা মেনে নিয়েই খেলতে হবে।”