

ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষ স্থানটা এখন ভারতীয় ওপেনার শুবমান গিল এর দখলে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম’কে সরিয়ে জায়গাটা নিজের করে নিয়েছেন গিল। ভারতের ইতিহাসে মাত্র চতুর্থ ব্যাটার তিনি, যিনি কি না ওডিআই ক্রিকেটে ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষ স্থানে উঠলেন।
মহেন্দ্র সিং ধোনি, সাবেক ভারতীয় অধিনায়ক, ২০০৬ সালে প্রথমবারের মতো ওডিআই ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে ওঠেন। এরপর ২০১০ সালেও তিনি আরেকবার শীর্ষে।
শচীন টেন্ডুলকার ১৯৯৬ সালে প্রথমবারের মতো আইসিসি ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেন। সর্বশেষ ২০০৮ সালে তিনি এই স্থানে আবার এসেছিলেন।
এরপর ভিরাট কোহলি ২০১৩ সালে প্রথমবারের মতো ওডিআই ব্যাটিং র্যাংকিংয়ের এক নম্বর পজিশন দখলে নেন। তিনি ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ৪ বছরের মতো এই পজিশন ধরে রেখেছিলেন।
শুবমান গিল ২০২৩ সালে ওডিআই’তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ১৪৪৯ রান, ২৬ ম্যাচে। ৫ টি সেঞ্চুরি, সেখানে আবার এই বছরের শুরুতে একটি ডাবল সেঞ্চুরিও ছিল তাঁর। গিলের সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছেন কোহলি, যার রান ২৪ ইনিংসে ১১৫৫।
ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে র্যাংকিংয়ের এক নম্বর ব্যাটার হয়েছেন গিল, মাত্র ৪১ ইনিংস খেলে। মোট ৩৫ ম্যাচ খেলে ১৯১৭ রান সংগ্রহ করেছেন। ৬৬.১ গড়ে, ১০২.৮৪ স্ট্রাইকরেট রয়েছে তাঁর।
সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের এক দারুণ ইনিংস খেলেছেন। বিশ্বকাপে ৬ ইনিংস খেলে মোট সংগ্রহ ২১৯ রান। আসন্ন ম্যাচগুলিতে ভারতের হয়ে নড় কিছু আশা করা হচ্ছে গিলের কাছ থেকে। বিশ্বকাপের শুরুতে যদিও জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরে উঠতেও কিছুটা সময় লেগেছিল এই ক্রিকেটারের।