

ঠিক সময়ে ঠিক আইনটা ব্যবহার করে গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নেওয়াটা সাকিবের বিচক্ষণতার পরিচয়। তবে এমনটা সাকিব ও বাংলাদেশের কাছ থেকে মোটেও আশা করেননি অ্যাঞ্জেলো ম্যাথুস। এবার তার পরিবার চায় না বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান শ্রীলঙ্কায় কোনো আন্তর্জাতিক বা এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ) ম্যাচ খেলতে আসুক। সাকিব আল হাসান আবার শ্রীলঙ্কায় গেলে তাকে ঢিল ছুঁড়ে মারা হবে।
অধিনায়ক সাকিব আল হাসান শ্রীলঙ্কার সিনিয়র ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসের বিরুদ্ধে টাইমড আউট আপিল প্রত্যাহার করতে অস্বীকার করে। যার ফলে অনফিল্ড আম্পায়ার মারাইস ইরাসমাস কোনো বল খেলার আগেই ম্যাথুসকে আউট দিতে বাধ্য হন। আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাথুসকে আউট করা হয়েছে। এখানে অবৈধ কিছু করা হয়নি। দলের স্বার্থে যেটা প্রয়োজন সাকিব সেটাই করেছে।
ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনো আন্তর্জাতিক ম্যাচে টাইমড আউটের মাধ্যমে আউট হলেন ম্যাথুস। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের মতেই, এই আউটের আবেদন করে সাকিব আল হাসান ক্রিকেটীয় স্পিরিট নষ্ট করলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ম্যাথুস নিজেই ঘটনা ব্যাখ্যা করে বাংলাদেশ দল ও অধিনায়ক সাকিব আল হাসানকে অপমান করেছেন। আঙুল তুলেছেন অনফিল্ড আম্পায়ার মারাইস ইরাসমাসের দিকেও।
এবার অ্যাঞ্জেলো ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুস সাকিবের কড়া সমালোচনা করে ডেকান ক্রনিকলের সাক্ষাৎকারে। যিনি ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলেছেন দীর্ঘসময়।
‘আমরা খুবই হতাশ। বাংলাদেশ অধিনায়কের কোনো ক্রীড়ানুরাগী মনোভাব নেই এবং ভদ্রলোকের খেলায় মানবতা দেখাননি।’
‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে, তাকে পাথর ছুড়ে মারা হবে বা ভক্তদের বিরক্তির মুখে পড়তে হবে।’