অ্যালান ডোনাল্ড হতাশ হয়েছেন সাকিবের সিদ্ধান্তে, মাতলেন সমালোচনায়

ম্যাথুস
Vinkmag ad

অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো কিংবদন্তিতুল্য ক্রিকেটারকে ‘টাইমড আউট’ এর খারাপ অভিজ্ঞতা দেওয়াতে হতাশ হয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। অধিনায়ক সাকিবের সমালোচনা করেছেন নানাভাবে। দলের প্রয়োজনে সাকিব সিদ্ধান্ত নিলেও কোচ ডোনাল্ড ডাগ আউটে বসে এমনটা চাননি।

সংবাদমাধ্যম ‘ক্রিকব্লগ’ অ্যালান ডোনাল্ডের এক্সক্লুসিভ অডিও পেয়েছে, যেখানে অ্যাঞ্জেলো ম্যাথুসের আউটের বিষয়ে নিজের মতামত শেয়ার করেছেন।

“এটা ছিল আমার তাৎক্ষণিক চিন্তা। জিনিসগুলি এত দ্রুত ঘটে, তবে আপনি কর্তৃত্বের কথা বলছেন এবং আমি প্রধান কোচ নই, আমি দায়িত্বে নেই। আমি মারাইস ইরাসমাসকে বলতে দেখেছি, ‘প্লিজ, অ্যাঞ্জেলো তুমি এখন মাঠ ছেড়ে চলে যেতে পারো। এরপর বাউন্ডারি লাইন পেরিয়ে হেলমেট ছুঁড়ে ফেলতে দেখে; এটা শুধু ছিল… আমি বিস্মিত হলাম।”

ম্যাথুসকে বিদায় করতে সাকিবের নেওয়া কঠোর সিদ্ধান্তের ব্যাপারে ডোনাল্ড জানান, তিনি এসব কাজ মোটেও পছন্দ করেন না। 

“এটা (টাইমড আউট) দেখতে হতাশাজনক ছিল। আমি বুঝতে পারি সাকিব সুযোগ নিচ্ছে। আপনি আমার কথায় বুঝতে পারেন যে আমি এটি পছন্দ করি না … আমি এই ধরনের জিনিস পছন্দ করি না। এটা দেখা সত্যিই কঠিন ছিল… শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান তাকে কোনো বল না খেলেই মাঠ ছাড়তে হলো। এখন এটিই আমার অবস্থান।”

 ম্যাথুসের আগে আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট দেখেনি কেউ। তবে ঘরোয়া পর্যায়ে টাইমড আউটের রীতি চলমান ছিল। স্বাভাবিকভাবেই অ্যালান ডোনাল্ড এসব দেখেননি, 

“বয়সভিত্তিক ক্রিকেট, ক্লাব ক্রিকেট, প্রাদেশিক ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর থেকে আমি আমার পুরো জীবনে কখনোই ক্রিকেট খেলিনি। এমন ঘটনা কখনো দেখিনি।”

৯৭ ডেস্ক

Read Previous

ডাবল সেঞ্চুরির পর ম্যাক্সওয়েলের অনুভূতি অসাড়!

Read Next

শ্রীলঙ্কায় গেলে সাকিবকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিলেন ম্যাথুসের ভাই

Total
0
Share