ডাবল সেঞ্চুরির পর ম্যাক্সওয়েলের অনুভূতি অসাড়!

ডাবল সেঞ্চুরির পর ম্যাক্সওয়েলের অনুভূতি অসাড়!
Vinkmag ad

ম্যাক্সওয়েল এখনো ভ্রমেই আছেন। যা অর্জন করলেন, তাতে আসলে ভ্রম কাটতে সময় লাগে। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ২৯২ রান মোকাবিলা করতে যেয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল একাই করেছেন ২০১ রান। অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

প্যাট কামিন্স সঙ্গী হিসেবে ছিলেন। বল খেললেন, রান তুললেন না। শুধু ম্যাক্সওয়েলের পাশে দাঁড়িয়ে যেন বলে গেলেন, তুমি খেলো! আর ওদিকে ক্র‍্যাম্প নিয়ে একের পর এক বাউন্ডারি আর ওভার-বাউন্ডারি হাঁকিয়ে তাক লাগিয়ে দেওয়া এই অজি ব্যাটার এই ইনিংস খেলে রয়ে গেলেন ইতিহাসে।

অনেক অনেক দিন পরেও ম্যাক্সওয়েলের এই ইনিংস নিয়ে কথা উঠবে। বিশ্বকাপের মঞ্চে দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কি ব্যাটিং প্রদর্শনী না করলেন তিনি, অবিশ্বাস্য!

“এই মুহুর্তে এটা খুবই তাজা, আমি এতে কিছুটা অসাড় হয়ে গেছি।”

ম্যাক্সওয়েল বলছিলেন নিজের ইনিংসের কথা। স্মৃতি এখনো তাজা। নিজেকে অসাড় লাগছে তাঁর। ইংরেজিতে ‘নাম্ব’ বোধ হচ্ছে এই ব্যাটারের। তা আসলে হওয়ারই কথা। যখন ক্রিজে ছিলেন, মনে হচ্ছিল, অসাড় হাতেই ব্যাট চালিয়ে যাচ্ছেন। আর বল সব হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। পায়ে ক্র‍্যাম্প, ফুটওয়ার্ক না করেই কি সব ‘অক্রিকেটীয়’ শট খেলে গেলেন তিনি!

“এটা খুব মজার ছিল। মনে হচ্ছিল আমি এবং প্যাটি (কামিন্স) সেখানে মজা করছি। এটা সম্ভবত আগামী কয়েকদিনে আরও কিছুটা প্রতিফলিত হবে নিজের মধ্যে এবং আশা করি সুস্থ হয়ে উঠব। আমার হ্যামস্ট্রিং এবং ‘কাফ’ এর মধ্যে কিছুটা নড়াচড়া ফিরে আসবে। এই মুহূর্তে এটা বেশ কাঁচা।”

ব্রডকাস্টিং থেকে রিকি পন্টিং বলেছেন, “আমি অনেক ক্রিকেট দেখেছি এবং খেলেছি, আমি এরকম কিছু দেখিনি… অবিশ্বাস্য দৃশ্য, সে যা করল।”

দলের প্রয়োজন যখন ৬০-৭০ এ নেমে আসে, তখন ম্যাক্সওয়েল বিশ্বাস করা শুরু করেন, কামিন্স’কে সাথে নিয়ে এটা সম্ভব। কামিন্স, যিনি ৬৮ বল খেলে মাত্র ১২ রান নিয়ে অপরাজিত ছিলেন। রাশিদ খানের ব্যাপারেও ধারণা রেখেছিলেন ম্যাক্সওয়েল। সে কথাও বললেন।

“আমরা জানতাম রাশিদের প্রায় ১৮ বল বাকি ছিল, যা শেষ ১৩ ওভারে হতে পারে বা এমন কিছুই ঘটবে। যতক্ষণ আমরা তাঁকে খেলার বাইরে রাখতে পারছি, আমার মনে হয়েছিল, আমি অন্যদের থেকে বাউন্ডারি আদায় করতে পারব।”

অস্ট্রেলিয়া নিজেদের সেমিফাইনালের জায়গা নিশ্চিত করেছে। ম্যাক্সওয়েলের এমন অতিমানবীয় এই ইনিংসের পরেই সেটা সম্ভব হয়েছে। দারুণ বোধ করছেন তিনি, পুনে’তে সামনের কিছুদিন বেশ ভালো কাটবে বলেও আশা করছেন। শেষে মজা করে বললেন, ‘গলফ কার্ট’ থেকে দূরেই থাকবেন তিনি। খুব সম্প্রতি গলফ কার্ট থেকে পড়ে আহত হয়েছিলেন এই অজি অলরাউন্ডার।

৯৭ ডেস্ক

Read Previous

ইতিহাসের সেরা ইনিংস খেলে ম্যাক্সওয়েল অসম্ভবকে করলেন সম্ভব!

Read Next

অ্যালান ডোনাল্ড হতাশ হয়েছেন সাকিবের সিদ্ধান্তে, মাতলেন সমালোচনায়

Total
0
Share