দুই দিনের ছুটিতে দেশে লিটন

আইপিএলে যাওয়ার আগে যা বললেন লিটন
Vinkmag ad

ব্যক্তিগত কাজে দেশে ফিরছেন বাংলাদেশি ওপেনার লিটন কুমার দাস। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ হয়েছে, জয় পেয়েছে বাংলাদেশ। দলটির পরবর্তী ও গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ১১ নভেম্বর। জানা যায়, দুই দিনের ছুটিতে দেশে আসছেন লিটন। দলের সাথে যোগ দিবেন আগামী ৯ নভেম্বর।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বাংলাদেশ৷ লঙ্কানদের দেওয়া ২৮০ রানের লক্ষ্য ৪১.১ ওভারেই পেরিয়ে গেছে সাকিব আল হাসানের দল। সেই ম্যাচে লিটন শুরু করেছিলেন বেশ ভালো। দুই চার ও দুই ছয়ে ২৩ রান তুলেছেন ব্যক্তিগত খাতায়।

নিজে দ্রুত ফিরলেও, সাকিব ও নাজমুল হাসান শান্ত’র জুটি বাংলাদেশ’কে পথ দেখিয়েছে। শেষপর্যন্ত জহ নিয়েই মাঠ ছেড়েছে তাঁরা। টানা ৬ ম্যাচ হারের পর সপ্তম ম্যাচে গিয়ে জয়ের দেখা পেল টাইগাররা।

সাকিবের ইনজুরির খবর জানা গেছে আজ দুপুরে। বাংলাদেশ অলরাউন্ডারের বিশ্বকাপ এখানেই শেষ। আজকেই ফেরার কথা রয়েছে দেশে। লিটনও আজ ব্যক্তিগত কাজে ছুটি নিয়ে দেশে ফিরছেন। দুইদিনের ছুটি কাটিয়ে, এই ওপেনার আবার দলের সাথে যোগ দিবেন আগামী ৯ নভেম্বর। এমনই জানা গেছে, বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের কাছ থেকে।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে ব্যক্তিগত কাজে দেশে ফিরেছিলেন লিটন। সেবারও দুইদিনের ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছিলেন তিনি।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১১ নভেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশের জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচ। প্রাপ্তির আর তেমন কিছু নেই। পয়েন্ট টেবিলে আটের মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়াই এখন লক্ষ্য।

৯৭ ডেস্ক

Read Previous

সুপার ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

Read Next

ইতিহাসের সেরা ইনিংস খেলে ম্যাক্সওয়েল অসম্ভবকে করলেন সম্ভব!

Total
0
Share