

দিল্লির ঘটনা নিয়ে আলোচনা সর্বত্র। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে এক নতুন ঘটনার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। তা নিয়ে টালমাটাল অবস্থা। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ‘টাইমড আউট’ এর শিকার হয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। এই ঘটনায় বাংলাদেশ ও সাকিব আল হাসানের সমালোচনা করছেন অনেকেই। তবে সাকিব শুধু আবেদন করেছেন, যে আউট রয়েছে ক্রিকেটের নিয়মে। তাই নিয়মের আউট নিয়ে কোনো সমস্যা দেখছেন না ক্রিকেট বিশ্লেষকরা।
মূল ঘটনা, প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপেই ছিল। তবে সেখান থেকে সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কা মিলে সেই চাপ কাটিয়ে ওঠে। দুইজন মিলে ৬৩ রানের জুটি গড়ার পর সামারাবিক্রমা আউট হয়ে ফিরলে, ক্রিজে আসেন ম্যাথুস।
ম্যাথুস যে হেলমেট নিয়ে মাঠে নামেন, তাতে তিনি খুব একটা নিরাপদ বোধ করেননি। এরপর তাঁর জন্য আরেকটি হেলমেট আনা হয়। সেটিতেও সমস্যা মনে হয় তাঁর। তবে আইসিসি’র প্লেয়িং কন্ডিশনের নিয়ম অনুযায়ী, একজন নতুন ব্যাটারকে দুই মিনিটের মধ্যে ক্রিজে এসে নতুন বলের মুখোমুখি হতে হবে। সেখানে ম্যাথুস গরমিল করে ফেলেন।
তিনি হেলমেট বদলাতে গিয়ে নির্ধারিত সময় অতিক্রম করে ফেলেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও সেখানে আবেদন করে বসেন। আর এই প্রেক্ষিতে আম্পায়ারের আউট দেওয়া ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার উপায় ছিল না।
আর এই ঘটনা নিয়েই আলোচনা চলমান রয়েছে। তবে জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষকরা এখানে কোন সমস্যা দেখছেন না। নিয়মের মধ্যে থেকে একটি আউট হয়েছে। এমন সহজ দৃষ্টিতেই দেখছেন তাঁরা। এরমধ্যে আছেন; ইয়ান বিশপ, রমিজ রাজা, সঞ্জয় মাঞ্জরেকর, সঞ্জয় বাঙ্গার।
স্টার স্পোর্টস’কে ইয়ান বিশপ বলেন, “আমার মনে হয় না, নিয়মের বাইরে সাকিব কিছু করেছে। ভক্তরা বিভিন্ন মতে ভাগ হয়ে যায়। কিন্তু খেলার নিয়ম তো ঠিকঠাকই থাকবে।”
সঞ্জয় মাঞ্জরেকর বলেন, “সাকিব তীব্রভাবে ম্যাচটা জিততে চেয়েছে। সে বলেছে, সে যোদ্ধা, যুদ্ধে আছে। যখন এটা নিয়মের মধ্যে আছে, আমি সমর্থন করি।”
বাকিরাও এমনই জানিয়েছেন। গতকালের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব ও ম্যাথুস। ম্যাথুসের মধ্যে ক্ষোভ স্পষ্ট দেখা যায়। যেখানে সাকিব বেশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি হলে, সেখানে আরও সতর্ক থাকতেন।