বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব, ফিরছেন ঢাকা

সাকিব ম্যাথুস 1
Vinkmag ad

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। গতকাল (৬ নভেম্বর) দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় বাম তর্জনীতে চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। খেলার পরে একটি এক্স-রে করার মাধ্যমে ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মানে হচ্ছে, আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে থাকছেন না তিনি।

এক বিবৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান এ ব্যাপারে বলেন,

“সাকিব যখন নিজের ইনিংস শুরু করেন, তখন তাঁর বাম তর্জনীতে আঘাত লেগেছিল। সেসময় তিনি সহায়ক টেপিং ও ব্যথানাশক দিয়ে ব্যাটিং চালিয়ে যান। খেলা শেষ হওয়ার পর দিল্লিতে একটি জরুরি এক্স-রে করানো হয়, যা বাম পিআইপি জয়েন্টে ফ্র্যাকচার নিশ্চিত করে। ফিরে আসার সময়ের ক্ষেত্রে তিন থেকে চার সপ্তাহ অনুমান করা যাচ্ছে। তিনি তার পুনর্বাসন শুরু করতে আজ বাংলাদেশে যাবেন।”

অলরাউন্ডার ক্রিকেটার ও বাংলাদেশ অধিনায়ক সাকিব গতকাল ৬৫ বলে ৮২ রান করে দলকে জয়ের পথে নিতে অগ্রণী ভূমিকা রাখেন, সাথে ৫৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ।

৯৭ প্রতিবেদক

Read Previous

আফ্রিদি, হরভজন মানতে পারছেন না সাকিবের বিচক্ষণতা

Read Next

সাকিবের পাশে বিশপ, মাঞ্জরেকার, বাঙ্গার, রমিজ রাজা

Total
0
Share