

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের কন্ডিশন ও স্পিনের উপর জোর দিয়ে এই দল নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
এই সিরিজটির মাধ্যমে নিউজিল্যান্ডের জন্য আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু হচ্ছে। এই স্কোয়াডে কোচিং প্যানেলের দায়িত্বে প্রধান কোচের ভূমিকায় থাকবেন লুক রঞ্চি। নিয়মিত কোচ গ্যারি স্টেড সেসময় বিশ্বকাপ শেষে ঘরের মাটিতে প্রস্তুতির জন্য ব্যস্ত থাকার কথা রয়েছে।
রঞ্চি ছাড়াও পেস বোলিং কোচ হিসেবে থাকবেন জ্যাকব ওরাম, স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন সাকলায়েন মুশতাক। এছাড়াও থাকবেন ড্যানিয়েল ফ্লিন, যিনি প্রথমবারের মতো নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হয়ে বাংলাদেশে আসবেন।
বাংলাদেশের স্পিন কন্ডিশনের দিকে তাকিয়ে, নিউজিল্যান্ড সেভাবেই দল সাজিয়েছে। মিচেল সান্টনার ২০২১ সালের পর টেস্ট দলে ফিরেছেন। এছাড়াও আজাজ প্যাটেল ও ইশ শোধি থাকবেন ফ্রন্ট-লাইন স্পিনার হিসেবে।
রাচিন রবীন্দ্র, যিনি অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে নিজেকে বেশ প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তিনিও আছেন দলে। গ্লেন ফিলিপসও হাত ঘুরাবেন।
কাইল জেমিসন, ফেব্রুয়ারিতে হওয়া ব্যাক-সার্জারির পর টেস্ট দলে ফিরলেন। তিনি সহ অধিনায়ক টিম সাউদি ও ম্যাট হেনরি মিলে তিনজনের পেস অ্যাটাক থাকবে।
বাংলাদেশের আয়োজনে নিউজিল্যান্ড সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে ২০১৩ সালে। সেই দলের শুধু দুইজন খেলোয়াড় আছেন এবারের স্কোয়াডে। তাঁরা হলেন, কেন উইলিয়ামসন ও ইশ শোধি।
নভেম্বরের ২৩-২৪ তারিখ, দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, সময়, নভেম্বর ২৮ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকায়। সময়, ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড:
টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।