ম্যাথুসের অদ্ভুত উইকেট পেল বাংলাদেশ

ম্যাথুস
Vinkmag ad

ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ‘টাইমড আউট’ হলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। কোন বল না খেলেই সময় দেরী করার কারণে হতাশা নিয়ে সাজঘরে ফিরতে হয় ম্যাথুসকে।

সাকিব আল হাসানের করতে আসা ২৫তম ওভারের দ্বিতীয় বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে ফেরেন সাদিরা সামারাবিক্রমা। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস আসেন ক্রিজে।

ম্যাথুস উইকেটে দাঁড়িয়ে সাকিবের বল ফেস করার ঠিক আগ মুহূর্তে বুঝতে পারেন তার হেলমেট ঠিক নেই। হেলমেট পরিবর্তনের জন্য ডাগ আউট থেকে ডেকে আনা হয়। এরমাঝেই অনফিল্ড আম্পায়ার মারাইস ইরাসমাসের সঙে ম্যাথুসের আলোচনা।

সময় দেরী করা ম্যাথুস সাকিবের কাছে এসেও কিছু একটা বলতে দেখা যায়। এরপর আম্পায়ার বাধ্য হয়েই ম্যাথুসকে আউট জানান। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় হেলমেট ছুড়ে মারতেও দেখা যায় তাকে।

বিশ্ব ক্রিকেটে এটিই প্রথম ‘টাইমড আউট’ উইকেট। বিশ্বকাপে যার সাক্ষী হলেন লঙ্কান অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস। দলীয় ১৩৫ রানে শ্রীলঙ্কার নেই ৫ উইকেট।

৯৭ ডেস্ক

Read Previous

দিল্লির ভয়ানক পরিস্থিতিতে আগে বোলিংয়ে বাংলাদেশ

Read Next

জিততে বাংলাদেশের টার্গেট ২৮০

Total
0
Share