দিল্লির ভয়ানক পরিস্থিতিতে আগে বোলিংয়ে বাংলাদেশ

সাকিব
Vinkmag ad

দেয়ালে পিঠ ঠেকে গেছে সাকিব আল হাসানদের। বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন শেষ অনেক আগেই, তবে এখনো অনিশ্চিত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। সমীকরণ এমন, শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। এ পরিস্থিতিতে বিশ্বকাপে আজ দিল্লিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। পেসার তানজিম হাসান সাকিবের বিশ্বকাপে অভিষেক। 

বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কুশল মেন্ডিসদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। একাদশে আজ এক পরিবর্তন আনা হয়েছে, মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সেরা একাদশে তানজিম হাসান সাকিব। বিপরীতে শ্রীলঙ্কার ইলেভেনে আসে দুই পরিবর্তন। দিমুথ করুণারত্নে ও দুশান হেমন্থের জায়গায় ফিরলেন কুশল পেরেরা ও ধনঞ্জয়া ডি সিলভা। 

একের পর এক পরাজয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্নও কমে গেছে বাংলাদেশের। সেমির কথা ভুলে গিয়ে টাইগারদের এখন লক্ষ্য কেবল, লঙ্কানদের হারানো। কারণ এই ম্যাচে জিতলেই বাংলাদেশের টিকে থাকবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন।

আফগানিস্তান বাদে অবশ্য কোন দলের সাথেই এখনও জয়ের মুখ দেখেনি সাকিব আল হাসানের দল। নেদারল্যান্ডসের কাছেও শোচনীয় পরাজয় গুনতে হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের এমন ভরাডুবিতে রীতিমতো অবাকই হয়েছে সবাই। কেউ ছুড়ে দিচ্ছে প্রশ্ন, কেউ কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বোর্ড কর্তাদের ও টিম ম্যানেজমেন্টকে। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে নবম স্থানে এখন বাংলাদেশ।

দিল্লির ভয়াবহ বায়ু দূষণের কারণে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। দিল্লির বায়ুমান এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, তীব্র দূষণের শিকার। ফলে দুই দলকেই তাদের অনুশীলন সেশন বাতিল করতে হয়েছিল। ম্যাচকে ঘিরেও ছিল অনিশ্চয়তার মেঘ। তবে সব ছাপিয়ে জয়ের জন্য মাঠের লড়াইয়ে দুই দল। 

বাংলাদেশ একাদশ-

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ-

পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, দুশামান্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।

৯৭ ডেস্ক

Read Previous

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ বললেন সুনীল নারাইন

Read Next

ম্যাথুসের অদ্ভুত উইকেট পেল বাংলাদেশ

Total
0
Share