আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ বললেন সুনীল নারাইন

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে প্রস্তুত নন নারাইন
Vinkmag ad

আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিলেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ক্রিকেটার সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৯ এর আগস্টে। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সাথে সাথে ফ্র‍্যাঞ্চাইজি ক্যারিয়ারও গড়ে উঠেছিল সমান তালে।

নারাইন তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, “আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার খেলেছি চার বছরেরও বেশি সময় হয়ে গেছে। তবে আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।”

“প্রকাশ্যে আমি অল্প কথার মানুষ কিন্তু ব্যক্তিগতভাবে এমন কিছু মানুষ আছেন যারা আমার ক্যারিয়ার জুড়ে আমাকে অটল সমর্থন দিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার স্বপ্ন বাস্তবায়নে আমাকে সাহায্য করেছেন। আমি আপনাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

২০১১ সালে ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি খেলার সময় নারাইন আলোচনায় আসেন। সেই বছর তাঁর ওডিআই ক্রিকেটে অভিষেক ঘটে। তিনি ১২২ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যেখানে আছে ৬ টি টেস্ট, ৬৫ টি ওডিআই, ৫১ টি টি-টোয়েন্টি।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার জন্য নারাইনের অবদান ছিল। এরপর তিনি আর একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেন, ২০১৪ সালে।

২০১২ সাল থেকেই কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত মুখ নারাইন। এখন বিশ্ব ক্রিকেটের ফ্র‍্যাঞ্চাইজি-ভিত্তিক লিগগুলিতে তিনি হরহামেশাই খেলছেন। ২০১৪ সালে প্রথমবার, নারাইন নিজের বোলিং অ্যাকশনের কারণে অভিযুক্ত হন, পরের বছরের ওডিআই বিশ্বকাপেও তাঁকে একই কারণে প্রত্যাহার করা হয়।

৯৭ ডেস্ক

Read Previous

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ভেঙ্গে রানাতুঙ্গা’কে দায়িত্ব দেওয়া হয়েছে

Read Next

দিল্লির ভয়ানক পরিস্থিতিতে আগে বোলিংয়ে বাংলাদেশ

Total
0
Share