শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ভেঙ্গে রানাতুঙ্গা’কে দায়িত্ব দেওয়া হয়েছে

শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি
Vinkmag ad

দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। পুরো বোর্ড’কে করা হয়েছে বহিষ্কার। এর আগে গত শনিবার বোর্ডের সচিব মোহন ডি সিলভা নিজের পদ থেকে সরে দাঁড়ান, যখন তাঁর কার্যালয়ের সামনে ভক্তরা প্রতিবাদ জানাচ্ছিল।

চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরম্যান্স ভালো নয়। নিজেদের খেলা সাত ম্যাচের মধ্যে হারতে হয়েছে ৫ টি’তে। সেমিফাইনালের দৌড়েও নেই দলটি। এখন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা যায় কি না, সেই চিন্তা করছে তাঁরা। সেক্ষেত্রেও বাকি দুই ম্যাচ জেতার কোনো বিকল্প নেই।

শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী রোশান রানাসিংহে চলমান বিশ্বকাপের পারফরম্যান্স উল্লেখ করে পুরো বোর্ডকে বহিষ্কার করেছেন এমনটি প্রকাশ করা হয়নি। মূলত, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে বোর্ড কর্মকর্তাদের আচরণের বিষয়ে একটি অডিট রিপোর্ট অনুসন্ধান করা হবে। আর সেকারণেই পুরো বোর্ডকে বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।

এই সময়ে অন্তর্বর্তীকালীন বোর্ড প্রধান হিসেবে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা’কে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্জুনা শ্রীলঙ্কার বিশ্বকাপ-জয়ী অধিনায়ক ছিলেন। সাত সদস্যের কমিটিতে রানাতুঙ্গার সঙ্গে যোগ দেবেন সুপ্রিম কোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি।

এর আগে, গত সপ্তাহে স্বাগতিক ভারতের কাছে শ্রীলঙ্কার ৩০২ রানের পরাজয়ের পর দেশটির ক্রীড়া মন্ত্রী প্রকাশ্যে পুরো বোর্ডের পদত্যাগ দাবি করেছিলেন।

ধারণা করা যায়, এই প্রক্রিয়া আরো বেশ কিছু সময় থেকেই চলমান ছিল। বোর্ডের কার্যকলাপ পর্যবেক্ষণ করে খুব একটা সন্তুষ্ট ছিল না দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। যে অডিট অনুসন্ধানের কথা উল্লেখ করা হয়েছে, তার সাথে যোগ হয়েছে এই বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পারফরম্যান্স। সব মিলিয়ে পুরো লঙ্কান বোর্ড’কে এর মূল্য দিতে হলো।

৯৭ ডেস্ক

Read Previous

কোহলির ৪৯ সেঞ্চুরির দিন ভারতের ২৪৩ রানের জয়

Read Next

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ বললেন সুনীল নারাইন

Total
0
Share