
অপরাজিত ভারত এবার সাউথ আফ্রিকাকেও হারাল। উড়তে থাকা প্রোটিয়ারা ভারতের দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রতিরোধ গড়তে পারেনি। পরে ব্যাট করতে নেমে দিশেহারা হয়ে সব উইকেট হারিয়ে বসে ২৮তম ওভার শুরু হতেই। গত ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারত জয় পায় ২৪৩ রানের।
কোহলির সেঞ্চুরিও আজ পেরোতে পারেনি সাউথ আফ্রিকা। ভারতের পক্ষে কোহলির শতক বাদেও আইয়ারের ব্যাটেও রান আসে। আর বাকিদের চেষ্টায় ৩২৬ রানের সংগ্রহ তোলে দলটি। জবাবে সাউথ আফ্রিকা একেবারে অসহায় আত্মসমর্পণ করে ইডেনের মাটিতে। জাদেজার ৫ উইকেট নেওয়ার দিনে ৮৩ রানে গুটিয়ে যায় দলটি।
ভারতের দেওয়া ৩২৭ রানের বিপরীতে আজ কোন প্রতিরোধই দেখাতে পারেনি প্রোটিয়ারা। যেন আবারও প্রমাণ করল তাঁরা যে, রান তাড়ায় বেশ দুর্বল! দুই ওপেনার ফিরেছেন ৫ ও ১১ রান করে। ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম ও হেনরিখ ক্লাসেনদেরও দল হারিয়েছে দ্রুত। দলীয় ৪০ রানেই ৫ উইকেট পড়ে যায় সাউথ আফ্রিকার।
প্রথম ৫ উইকেটের দুইটিই যায় মোহাম্মদ শামির পকেটে। রবীন্দ্র জাদেজাও ফিরিয়েছেন দুইজনকে। পরের ব্যাটারদের মধ্যে মার্কো জানসেন এর ১৪ রানই সর্বোচ্চ। ডেভিড মিলার ১১ এর বেশি করতে পারেননি। বাকি উইকেটগুলি জাদেজা ও কুলদীপ যাদব মিলিয়েই ধসিয়ে দিয়েছেন। কাগিসো রাবাদাকে যখন ফেরালেন জাদেজা, নিজের বলে নিজে ক্যাচ নিয়ে, তখন তাঁর ৫ উইকেট-প্রাপ্তি ঘটে। তাব্রেইজ শামসি ৪ রানে অপরাজিত ছিলেন, সাউথ আফ্রিকা ২৭.১ ওভারে ৮৩ রানে গুটিয়ে যায়।
ভারতের বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা সর্বোচ্চ ৫ উইকেট নেন। মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব নেন ২ টি করে উইকেট। মোহাম্মদ সিরাজ নিয়েছেন ১ টি উইকেট।
এর আগে টসে জিতে ব্যাট নেওয়ার কথা খুব বেশি ভাবেননি বোধহয় রোহিত শর্মা। একবারের বেশি হয়ত ভাবেননি ‘চার্জ’ করেও যে খেলতে হবে। শুবমান গিল ২৪ বলে ২৩ করে ফিরেছেন কেশভ মহারাজের দারুণ এক ডেলিভারিতে। তবে তার আগে রোহিত খেলেছেন ২৪ বলে ৪০ রানের ইনিংস।
পাওয়ারপ্লেতে ভারত তুলল ৯১ টি রান। দলীয় শতকে পৌঁছাতে সময় লাগেনি দলটির। সাথে শ্রেয়াস আইয়ারের ব্যাট হাসতে থাকে। আইয়ার যখন ফিরছেন, তখন তাঁর রান ৮৭ বলে ৭৭! লুঙ্গি এনগিডির ডেলিভারিতে ক্যাচ দিয়ে ফিরেছেন।
কোহলি তখনও খেলছেন। লোকেশ রাহুল সঙ্গ না দিতে পারলেও, সূর্যকুমারের ব্যাটে আসা ১৪ বলে ২২ এবং রবীন্দ্র জাদেজার ব্যাটে আসা ১৫ বলে ২৯ রানের উপর ভর করে ৩০০ ছাড়িয়ে যায় ভারত।
আর ওদিকে কোহলি নিজের ৪৯তম সেঞ্চুরি হাঁকিয়ে শচীন টেন্ডুলকারের সাথে সমান অবস্থানে রইলেন। অপরাজিত হয়ে মাঠ ছেড়েছেন ১২১ বলে ১০১ রানে। আর ভারতের রান থেমেছে ৫ উইকেট হারিয়ে ৩২৬ এ।
সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৮ ওভার করা সব বোলারই ১ টি করে উইকেট নিয়েছেন।