কোহলিকে নিয়ে শচীনের উচ্ছ্বাস

কোহলি শোচীন
Vinkmag ad

কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ভিরাট কোহলি’র ৪৯তম সেঞ্চুরি উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে এই সেঞ্চুরির মাধ্যমে শচীনের ৪৯ টি ওয়ানডে সেঞ্চুরির পাশে নিজের নাম বসিয়েছেন এই ভারতীয় ব্যাটার। সাবেক ও বর্তমান দুই ব্যাটসম্যান এখন একই সংখ্যায় নিজেদের ওয়ানডে সেঞ্চুরি ধরে রেখেছেন।

ইডেন গার্ডেন্সের ৭০ হাজার দর্শকের সামনে কোহলি আজ এই কীর্তি গড়লেন। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আজ শতক করার পাশাপাশি অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন কোহলি। কোহলির ব্যাটে সেঞ্চুরি এসেছিল ১১৯ বলে। এরপর ১২১ বল খেলে ১০১ রান করে মাঠ ছাড়েন। ইডেন, কলকাতা ছাড়িয়ে করতালি ছড়িয়ে পড়ে পুরো ভারতে। ভারতের রান গিয়ে থামে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রানে।

এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ এক পোস্ট দিয়েছেন শচীন। তিনি লিখেছেন,

“ভালো খেলেছ ভিরাট। এই বছরের শুরুতে আমার ৩৬৫ দিন লেগেছে ৪৯ থেকে ৫০ এ যেতে। আমি আশা করি, তুমি ৪৯ থেকে ৫০ এ যাবে আর অল্পদিনের মধ্যেই এবং আমার রেকর্ড ভাঙবে। অভিনন্দন!!”

শচীনের ওয়ানডে সেঞ্চুরি ৪৯ টি। তবে এ বছর তিনি বয়সের দিক থেকে ৪৯ পার করে ৫০ এ পা দিয়েছেন। আর কোহলির বয়সটাও আজ এসে ঠেকল ৩৫ এ!

নিজের ৩৫তম জন্মদিনে এমন এক রেকর্ডের সাক্ষী হওয়া যেন স্বপ্নের মতো। আর সেটা কোহলি বেশ ভালোভাবেই করে দেখালেন।

যখন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরি হয়েছে, তখন তিনি ইনিংস খেলেছিলেন ৪৫২ টি আর কোহলি একই অর্জন করলেন ২৭৭ ইনিংস খেলে।

প্রায় এক দশক আগে শচীন ভবিষ্যতের জন্য বলেছিলেন, যদি কেউ তাঁর রেকর্ড ভাঙে সেটা হবে ভিরাট কোহলি অথবা রোহিত শর্মা। সেদিক থেকে সত্যি হয়ে গেল। অন্তত ওয়ানডেতে শচীনের সমান সংখ্যক সেঞ্চুরি নিয়ে এখন কোহলির অবস্থান। তিন সংস্করণ মিলে সেটা ৭৯ টি! আর শচীনের? ১০০ টি।

৯৭ ডেস্ক

Read Previous

সুজনের ব্যাপারে মন্তব্য করলেন না প্রধান কোচ

Read Next

কোহলির ৪৯ সেঞ্চুরির দিন ভারতের ২৪৩ রানের জয়

Total
0
Share