

পাকিস্তান অধিনায়কের বিশ্বাস, ফখর জামান যতক্ষণ মাঠে থাকবে, তখন ৪৫০ রান মোকাবিলা করাও সম্ভব। গতকাল নিউজিল্যান্ডের দেওয়া ৪০২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ফখর ও বাবর মিলে ১৯৪ রানের পার্টনারশিপ তৈরি করে। বৃষ্টির বাঁধার মধ্যেই স্কোরবোর্ডে ২০০ রান যোগ করে পাকিস্তান, যা মাত্র ২৫.৩ ওভারে। বৃষ্টি আইনে সেই ম্যাচে জয়ও পায় বাবররা।
“আমার ধারণা যতক্ষণ ফখর থাকবে, আমরা এমনকি ৪৫০ রানও তাড়াও করতে পারতাম।” বাবর আজম বলছিলেন।
“প্রতি ছয়ের পর আমি তাকে বললাম, ‘জোর করবে না’, সে বলল, ‘ঠিক আছে’ কিন্তু তারপর আমাকে উপেক্ষা করে ছক্কা মারতে শুরু করল। আমি তখন তাকে বললাম, ‘যা খুশি করো, কিন্তু আউট হওয়া যাবে না।”
“এটি আমার দেখা সেরা ইনিংসের একটি।”
বাবর এভাবেই বর্ণনা করছিলেন ফখরের ইনিংসটি। গতকালের ম্যাচে বৃষ্টি আইনে ফলাফল নির্ধারিত হয়েছে। নিউজিল্যান্ডের দেওয়া ৪০১ রানের সংগ্রহ টপকাতে পাকিস্তান বেশ জোরসে ব্যাট চালিয়ে যাচ্ছিল। বাবরও সে কথাই বললেন।
“কিন্তু হঠাৎ করেই মেঘ আসে। তারপরে আমরা ডিএলএস গণনা করতে শুরু করলাম এবং আমরা এটির সাথে ঠিক রাখতে চাচ্ছিলাম। আমরা উইকেট হাতে রাখার চেষ্টা করছিলাম, এবং আমি এটিকে গভীরে নেওয়ার চেষ্টা করছিলাম। ফখর শর্ট বাউন্ডারি ব্যবহার করছিলেন, যখন আমি এক প্রান্ত ধরে রেখেছিলাম এবং আমরা নিশ্চিত করেছি যে, রান রেট যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়।”
উইকেট নিয়ে ফখর বলেন, “বিশ্বকাপে যত ম্যাচ আমরা খেলেছি, এরমধ্যে এই উইকেট ছিল সেরা।”
সেমিফাইনালের দৌড়ে এখনো টিকে আছে পাকিস্তান। দলটির বাকি আছে আর ১ ম্যাচ, যা আগামী ১১ নভেম্বর, ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হবে।