আবারও জরিমানার কবলে পাকিস্তান দল

বাবর রিজওয়ান
Vinkmag ad

নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের জন্য আইসিসির শাস্তি পেয়েছে পাকিস্তান দল। ম্যাচে আগে ব্যাট করে কিউইদের সংগ্রহ ৪০১, ফখর আজমের তাণ্ডবের পর ডিএলএসে ২১ রানে জিতে পাকিস্তান। তবুও স্বস্তিতে নেই দলটি, এবার তারা গুনছে জরিমানা। বোলিং ইনিংসে দুই ওভার পিছিয়ে থাকায় বাবর আজমরা তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিবে।

এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দল দ্বিতীয় বারের মতো স্লো ওভার রেটের জন্য জরিমানার কবলে। বাবর আজম তার দলের পক্ষে এই শাস্তি গ্রহণ করেছেন। এর ফলে শুনানির প্রয়োজন হয়নি। পাকিস্তান দলের যে সময়ে বোলিং ইনিংস শেষ করতে হতো, সেখান থেকে ২ ওভারের পার্থক্য তৈরি হয়। যার ফলে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের হস্তক্ষেপে এই জরিমানা কার্যকর হয় বাবর আজমের দলের উপর।

স্লো ওভার রেট এমন একটি নিয়ম, যেখানে, কোনো দলের জন্য ইনিংস শেষ করতে যে সময় বরাদ্দ থাকে, তা যদি কোনোভাবে সেই দল অতিক্রম করে ফেলে এবং খেলা চালিয়ে নিয়ে যায়– সেক্ষেত্রে সেই দল স্লো ওভার রেটের কারণে আইসিসির জরিমানার আওতায় পড়ে। 

ব্যাঙ্গালোরতে ৪০২ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে কয়েক দফা বৃষ্টির আক্রমণ পাকিস্তানের ইনিংসে। তবে ফখর জামানের ঝড়ো শতকে ভর করে ২৫.৩ ওভারেই স্কোরকার্ডে ১ উইকেটে ২০০। ৮১ বলে ১৫৫.৫৫ স্ট্রাইক রেটে ১২৬ রানের হার-না-মানা ইনিংসে দলকে রোমাঞ্চকর জয় এনে দেওয়া ওপেনার ফখর জামানকে ৬৬ রান করে সঙ্গ দেন অধিনায়ক বাবর আজম। 

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে বিশ্বকাপের নিউজিল্যান্ড ম্যাচ জিততেই হত বাবর আজমদের। ডাকওয়ার্থ লুইস মেথডে জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। আর এতে নিঃসন্দেহে সবচেয়ে বড় অবদান ওপেনার ফখর জামানের। শুরুতেই উইকেট হারানো দলকে বিপর্যয়ে পড়তে দেননি। 

৯৭ ডেস্ক

Read Previous

‘আমার কাজ শুরু হবে বিশ্বকাপের পর’

Read Next

ব্যর্থতার পুরো দায় নিলেন হাথুরুসিংহে

Total
0
Share