‘আমার কাজ শুরু হবে বিশ্বকাপের পর’

হাথুরুসিংহে
Vinkmag ad

বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে বলছেন, তার কাজ তো শুরু হবে বিশ্বকাপের পর। হাথুরুর অধীনেই বাংলাদেশ দেখল স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ আসর। শুরুর ম্যাচে আফগানদের বিপক্ষে জয়, এরপর টানা ৬ পরাজয়ে বাংলাদেশ ছিটকেই গেল টুর্নামেন্ট থেকে।

আফগানিস্তান বাদে অবশ্য কোন দলের সাথেই এখনও জয়ের মুখ দেখেনি সাকিব আল হাসানের দল। নেদারল্যান্ডসের কাছেও শোচনীয় পরাজয় গুনতে হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের এমন ভরাডুবিতে রীতিমতো অবাকই হয়েছে সবাই। কেউ ছুড়ে দিচ্ছে প্রশ্ন, কেউ কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বোর্ড কর্তাদের ও টিম ম্যানেজমেন্টকে। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে নবম স্থানে এখন বাংলাদেশ। হাতে আছে আর দুই ম্যাচ।

দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নামার আগে টাইগার কোচ হাথুরুসিংহে বললেন,

‘আমার কাজে কেবল ৭ মাস হয়েছে। এই সময়ে আমার বেশি কিছু করার ছিল না। দলটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে এখনকার জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজ শুরু হবে এরপর। বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া একরকম, আর দলকে সামনে নিয়ে যাওয়া আরেক চ্যালেঞ্জ।’

একের পর এক পরাজয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্নও কমে গেছে বাংলাদেশের। সেমির কথা ভুলে গিয়ে টাইগারদের এখন লক্ষ্য কেবল, লঙ্কানদের হারানো। কারণ এই ম্যাচে জিতলেই বাংলাদেশের টিকে থাকবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন। হাথুরুসিংহের মতে, এখনও বাংলাদেশের সুযোগ আছে। 

‘আমার মনে হয় এখনও সুযোগ আছে। আমরা এখনও একটা ভালো দল। আমরা জানি, আমরা যেমন খেলছি তার চেয়েও আমরা ভালো একটা দল। এখনও নিজেদের সেরা ম্যাচটা খেলতে পারিনি। এমনকি সেরার ধারে কাছেও যেতে পারিনি। আমরা এখনও মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ আমাদের আছে।’

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে সংশয়

Read Next

আবারও জরিমানার কবলে পাকিস্তান দল

Total
0
Share