বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে সংশয়

দিল্লি
Vinkmag ad

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট পেতে কাল বিশ্বকাপে বাংলাদেশের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। দিল্লির বায়ু দূষণের কারণে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে। দিল্লির বায়ুমান এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, তীব্র দূষণের শিকার। ফলে দুই দলকেই তাদের অনুশীলন সেশন বাতিল করতে হয়েছিল। এবার ম্যাচ অনিশ্চয়তার মেঘে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) জানাচ্ছে, ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। গত কয়েক দিন ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে দিল্লি। বন্ধ করা হয়েছে স্কুল। আরোপ করা হয়েছে বিধিনিষেধ। দিনেও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইটের আলোতে। ‘এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম’ জানায়, মঙ্গলবার পর্যন্ত ‘গুরুতর’ পর্যায়েই থাকবে দিল্লির বায়ুমান। 

বায়ু দূষণের তীব্রতা বাড়ায় গত শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন বাদ দেয় বাংলাদেশ দল। ম্যাচের আগের দুই দিন, তাই বাধ্য হয়েই সাকিব আল হাসানের দল এসেছে শেষ সময়ের প্র্যাক্টিসে। বায়ু দূষণের জন্য মাস্ক পরে মাঠে আসতে দেখা যায় ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে। কিন্তু মূল মাঠের বদলে অনুশীলন করা হয় ইনডোরে। 

দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে, এমন শহরেই কাল বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ। সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া টাইগারদের লক্ষ্য এখন, যেভাবেই হোক লঙ্কানদের হারানো। বড় ব্যবধানে জিতলে উঠে আসবে টেবিলের আটে, টিকে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন। তবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার বিশ্বকাপের লড়াই যে দিল্লির বায়ু দূষণের কারণে অনিশ্চয়তার মেঘে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট করেছে, ম্যাচের ভাগ্য সম্পর্কে সিদ্ধান্ত শুধুমাত্র খেলার দিনেই নেওয়া হবে, ম্যাচ অফিশিয়ালরা সোমবার বাতাসের গুণমান মূল্যায়ন করবেন। আইসিসির প্লেয়িং কন্ডিশনের আর্টিকেল ২.৮ বলে, ‘যদি যেকোন সময়ে আম্পায়াররা একসাথে সম্মত হন যে গ্রাউন্ড, আবহাওয়া বা আলো, বা অন্য কোন পরিস্থিতি বিপজ্জনক বা অযৌক্তিক, তারা অবিলম্বে খেলা স্থগিত করবে, বা খেলা শুরু করতে দেবে না।’

৯৭ ডেস্ক

Read Previous

জিম্বাবুয়ের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা

Read Next

‘আমার কাজ শুরু হবে বিশ্বকাপের পর’

Total
0
Share