

জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা এবার পেলেন দলের নেতৃত্ব। জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সিকান্দার রাজা। নির্বাচক প্যানেলে পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
এক বিবৃতিতে, জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) নিশ্চিত করেছে তাদের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নাম। নামিবিয়ার কাছে ঘরের মাঠে ২-৩ ব্যবধানে সিরিজ হারের পর অধিনায়ক পরিবর্তনের পথে হাটল জেডসি।
রাজা সংক্ষিপ্ত ফরম্যাটে দায়িত্ব পাওয়ায় ক্রেইগ আরভিন এখন শুধু টেস্ট আর ওয়ানডে দলের অধিনায়কত্ব সামলাবেন। ২০ ওভারের জন্য রাজাকে অধিনায়ক করা ছাড়াও ডেভ হটনকে হেড কোচের দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইকে লক্ষ্য করেই সিকান্দার রাজার কাঁধে তুলে দেয়া হল দায়িত্ব। নিজের পারফর্ম্যান্সে বর্তমানে ক্যারিয়ারের সেরা অবস্থানে আছেন রাজা। মেগা ইভেন্টের আগে তাই তার উপরই রাখা হল আস্থা।
আরভিনের অধিনায়কত্বে, জিম্বাবুয়ের ৩৮ টি-টোয়েন্টি ম্যাচে ৫৪% জয়ের হার ছিল, যা জিম্বাবুয়ে টি-টোয়েন্টি অধিনায়কদের মধ্যে সবচেয়ে সেরা। ২০১৫ থেকে ২০২১-এর মধ্যে – এর আগে চারটি টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন রাজা।
তিন সদস্যের পুরুষ নির্বাচন প্যানেলও পরিবর্তিত হয়েছে, প্রাক্তন ফাস্ট বোলার ডেভিড মুতেন্দেরা আছেন আহ্বায়ক হিসাবে, হাউটন এবং প্রাক্তন অধিনায়ক এলটন চিগুম্বুরা তার সাথে প্যানেলে যোগ দিয়েছেন।