

ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। ৪০২ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে কয়েক দফা বৃষ্টির সামনে পড়ে পাকিস্তানের ইনিংস। তবে ফখর জামানের ঝড়ো শতকে ভর করে ২৫.৩ ওভারে স্কোরকার্ডে ১ উইকেটে ২০০। ৮১ বলে ১৫৫.৫৫ স্ট্রাইক রেটে ১২৬ রানের হার-না-মানা ইনিংসে দলকে রোমাঞ্চকর জয় এনে দেওয়া ওপেনার ফখর জামান জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কারও। এবার ফখরকে ১ মিলিয়ন পাকিস্তানি রুপি পুরষ্কৃত করল পিসিবি।
পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ আইসিসি বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ে ফখর জামানের অপরাজিত ১২৬ রানের অসাধারণ ইনিংসের প্রশংসা করেছেন। ফখর জামানের সাথে টেলিফোন কথোপকথনে, জাকা আশরাফ অনিন্দ্য সুন্দর ইনিংসের প্রশংসা করেন। তার দুর্দান্ত প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ, পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ফখরের জন্য ১ মিলিয়ন পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছেন।
Chairman of the PCB Management Committee Zaka Ashraf has lauded Fakhar Zaman’s outstanding innings of 126 not out in Pakistan’s victory over New Zealand in the ICC World Cup match in Bengaluru.
In a telephone conversation with Fakhar Zaman, Mr Zaka Ashraf praised his exceptional…
— PCB Media (@TheRealPCBMedia) November 4, 2023
জাকা আশরাফ ফখর পুরো দলকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে একই ধরনের পারফরম্যান্স এবং সাফল্যের সাক্ষী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬টি চার ও ৯টি ছক্কার সাহায্যে মাত্র ৬৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ফখর জামান। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সব থেকে কম বলে করা সেঞ্চুরির রেকর্ড এটি। শেষপর্যন্ত ফখর ৮টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ৮১ বলে ১২৬ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৪০২ রানের টার্গেট বৃষ্টি আইনে পাকিস্তান জিতে ২১ রানে।
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে বিশ্বকাপের নিউজিল্যান্ড ম্যাচ জিততেই হত বাবর আজমদের। ডাকওয়ার্থ লুইস মেথডে জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। আর এতে নিঃসন্দেহে সবচেয়ে বড় অবদান ওপেনার ফখর জামানের। শুরুতেই উইকেট হারানো দলকে বিপর্যয়ে পড়তে দেননি, তাকে অবশ্য দারুণভাবে সঙ্গ দিয়ে অধিনায়ক বাবর আজমও অপরাজিত থাকেন ৬৬ রানে।