বাংলাদেশের পর ইংল্যান্ডও ছিটকে গেল বিশ্বকাপ থেকে

স্টোকস 1
Vinkmag ad

ইংল্যান্ডের জয় অধরাই থেকে গেল! আজ আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছিল ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া সব উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারে ২৮৬ রান সংগ্রহ করে। ২৮৭ রানের লক্ষ্যমাত্রা পেরোতে গিয়ে ৪৮.১ ওভারে ২৫৩ রানে গুটিয়ে যায় বাটলারের দল। চেষ্টা করেও শেষে গিয়ে ৩৩ রানে হারতে হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

২৮৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের থেকে আসা ইনিংসের প্রথম ডেলিভারিতেই কট বিহাইন্ড হয়েছেন জনি বেয়ারস্টো। জো রুট, বাটলারদের থেকে ইংল্যান্ড রান না পেলেও, ডেভিড মালান একপাশ আগলে ধরে খেলেছেন। আর খেলে গেছেন বেন স্টোকস।

মালান ও স্টোকস মিলে গড়ে তোলেন ৮৪ রানের জুটি। মালান যখন ৫০ করে ফিরলেন, তখন দলের রান ৩ উইকেট হারিয়ে ১০৩। আর বাটলারের ফেরাটাও হয়েছে মালানের সাথেই, একই ওভারে। তবে মইন আলি ছিলেন স্টোকসের সাথে। দুজন মিলে আবার ৬৩ রানের জুটি গড়েন। সেখান থেকে ইংল্যান্ডের জন্য কিছুটা সহজ ছিল ম্যাচ।

এরমধ্যে ব্রেকথ্রু করতে পারদর্শী অ্যাডাম জাম্পার ডেলিভারিতে ক্যাচ তুললেন স্টোকস, ফিরলেন ৯০ বলে ৬৪ করে। শেষপর্যন্ত ক্রিস ওকস, ডেভিড উইলি ও আদিল রাশিদরা চেষ্টা করে গেলেও, সেটা আর লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি। ওকসের ব্যাটে এসেছিল ৩২ টি রান। ইংল্যান্ড সব উইকেট হারিয়ে থামে ২৫৩ রানে।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স প্রত্যেকেই ২ টি করে উইকেট পেয়েছেন। মার্কাস স্টইনিস নিয়েছেন ১ টি উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। দলের দুই ওপেনার ১১ ও ১৫ করে ফিরলে, পরের দুই ব্যাটার হাল ধরেন। স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেইন মিলে ৭৫ রানের এক অনবদ্য জুটি গড়ে তোলেন। স্মিথের ব্যাটে ৫০ না হলেও, লাবুশেইন গিয়ে থেমেছেন ৭১ রানে।

মাঝে জশ ইংলিসের ফেরা শুধুই তিনে। একাদশে ফেরা ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টইনিস খেলে গেলেন দুর্দান্ত। লাবুশেইন যখন ফিরেছেন দল তখন ৫ উইকেট হারিয়ে ১৭৮ রানে। গ্রিন অবশ্য ফিফটি না পেয়েই ৪৭ এ বিদায় নিয়েছেন। শেষদিকে প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের ব্যাটে সেরকম রান না হলেও অ্যাডাম জাম্পা খেলেন ১৯ বলে ২৯ রানের ইনিংস। শেষ ওভারে জাম্পা ও স্টার্ক ফিরলে ২৮৬ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস একাই নিয়েছেন ৪ উইকেট। মার্ক উড ও আদিল রাশিদ পেয়েছেন ২ টি করে উইকেট। লিয়াম লিভিংস্টোন ও ডেভিড উইলি একটি করে উইকেট পেয়েছেন।

৯৭ ডেস্ক

Read Previous

৪০২ রানের টার্গেট ডিএলএসে ২১ রানে জিতল পাকিস্তান

Read Next

ফখর জামান এবার পেলেন ১ মিলিয়ন পাকিস্তানি রুপি পুরষ্কার

Total
0
Share