

পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খানের পরিবর্তে স্কোয়াডে লেগ-স্পিনার আবরার আহমেদের অন্তর্ভুক্তি হওয়ার সম্ভাবনা জেগেছে। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শাদাব বেশ বেকায়দার এক চোটে পড়েন। সেখান থেকে সর্বশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও দেখা যায়নি তাঁকে। বিশ্বকাপের পরের ম্যাচগুলি খেলা নিয়েও আছে শঙ্কা।
প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় শাদাবের হাত ও মাথা বেশ বেকায়দায় গিয়ে মাটিতে পড়ে। ফলে সেসময় দেখে তাঁকে বেশ আঘাতপ্রাপ্ত মনে হয়। পরবর্তীতে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এই পাকিস্তানি অলরাউন্ডারকে। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শাদাবের পরিবর্তে একাদশে দেখা যায় উসামা মীরকে।
পাকিস্তান দলের ডিরেক্টর মিকি আর্থার শাদাবের ব্যাপারে বলেন, “সে ঠিক আছে, কিন্তু আমরা এখনও তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থানে নেই। এটা সত্যি গুরুতর আঘাত, এবং আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে ১০০ ভাগ নিশ্চিত হয়ে নিতে হবে।”
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সাথে সংশ্লিষ্ট অফিসিয়াল সূত্র জানিয়েছে যে, আগামীকাল (৪ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আবরার আহমেদকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। এ ব্যাপারে বোর্ড আইসিসি টেকনিক্যাল কমিটিকে অনুরোধ করেছে।
নিউজিল্যান্ডের নিচেই পঞ্চম স্থানে এখন পাকিস্তানের অবস্থান। সেমিফাইনালে যেতে হলে কিউইদের বিপক্ষে এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে অবশ্যই জিততে হবে। এছাড়া অন্যান্য দলগুলির দিকেও তাকিয়ে থাকতে হবে নিজেদের ভাগ্য নির্ধারণে।