বিশ্বকাপ শেষে অস্ত্রোপচার হবে বেন স্টোকসের

স্টোকস
Vinkmag ad

বিশ্বকাপের পরে ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস’কে হাঁটুতে অস্ত্রোপচার করানো হবে। এই ৩২ বছর বয়সী ইংলিশ খেলোয়াড় এবারের বিশ্বকাপে একজন খাঁটি ব্যাটসম্যান হয়েই খেলছেন। তাঁর হাঁটুর চোটে কারণে বোলিংয়ে সেভাবে সুবিধা করতে পারছেন না তিনি। তাই এই বিশ্বকাপে বল হাতে দেখা যায়নি স্টোকসকে।

‘ওয়ার্কলোড’ এর কারণে স্টোকসকে গত এক বছর থেকেই অলরাউন্ডার ভূমিকায় সেভাবে দেখা যায়নি। তাঁর বোলিংয়ের দিকটা একেবারেই কমিয়ে দিয়েছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। জানুয়ারির শেষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফর করবে ইংল্যান্ড।

সেই সিরিজ খেলতে ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক স্টোকস ফিট থাকবেন বলেই আশা করা যাচ্ছে। এই অলরাউন্ডার নিজেও বেশ আকাঙ্ক্ষিত ছিলেন এই সিরিজ নিয়ে, ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিয়ে।

যদিও এই বিশ্বকাপেও মূল একাদশে ফিরতে বেশ সময় নিয়েছেন স্টোকস। বিশ্বকাপ শুরুর সময় থেকে ‘হিপ’ ইনজুরিতে ভুগছিলেন তিনি।

স্টোকস তাঁর আসন্ন অস্ত্রোপচারের ব্যাপারে বলেন, “কখন এটি করা হবে তা সিদ্ধান্ত নিতে অনেক সময় দেওয়া হয়েছিল।”

“অবশ্যই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ যা আমরা শুরু করছি জানুয়ারির শেষে, তখন আমি ভালো থাকব আশা করছি।”

প্রক্রিয়াটির বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, স্টোকস জানিয়েছিলেন যে, তিনি নিজেকে সম্পূর্ণরূপে মেডিকেল দল ও নীতিনির্ধারকদের কাছে জমা দিয়েছেন।

“হ্যাঁ, আমরা সেই মিটিংগুলিতে যাই এবং সাধারণত একজন ফিজিও, একজন ডাক্তারকে আমার সাথে নিয়ে যাই। তারপরে তারা দুজন কথা বলা শুরু করে এবং তারপরে আমি উঠে দাঁড়াই এবং সলভ করি।”

৯৭ ডেস্ক

Read Previous

আইপিএলে বিনিয়োগ করতে চায় সৌদি আরব!

Read Next

পিসিবিতে আলোচনায় আফ্রিদি

Total
0
Share