আইপিএলে বিনিয়োগ করতে চায় সৌদি আরব!

আইপিএল সৌদি
Vinkmag ad

সৌদি আরব আইপিএলে ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এমনটি যদি হয়, তাহলে ৩০ বিলিয়ন মার্কিন ডলারে রূপ নিবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

ভারতীয় শীর্ষস্থানীয় বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, আইপিএলে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), আগামী আসরের জন্য নিলাম আয়োজিত হবে আরব আমিরাতের শহর দুবাইয়ে।

২০২২ এর ফুটবল বিশ্বকাপের পর একে একে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেঞ্জামার মতো ফুটবলারদের নিজেদের দেশের ক্লাবে নিয়ে গিয়ে বিশ্ব ফুটবল মানচিত্রে আমূল বদল ঘটিয়েছে সৌদি আরব। এবার তাদের নজরে ক্রিকেট!

এবার আইপিএলে বিপুল বিনিয়োগ করতে চায় সৌদি আরব। ব্লুমবার্গের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় সৌদি আরব।

সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমনের উপদেষ্টা ভারত সরকারের সঙ্গে এই নিয়ে খুব দ্রুতই আলোচনায় বসবেন। আইপিএলের সঙ্গে কীভাবে এই চুক্তি করা যায়, তা নিয়েও কথা বলবে সৌদি আরব। জানা গিয়েছে, গত সেপ্টেম্বরের সৌদি আরবের প্রিন্সের ভারত সফরেই এই বিনিয়োগ নিয়ে প্রাথমিক স্তরে কথা হয়। 

৯৭ ডেস্ক

Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল, ওমান

Read Next

বিশ্বকাপ শেষে অস্ত্রোপচার হবে বেন স্টোকসের

Total
0
Share