টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল, ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপ- প্রিয় দলের অফিশিয়াল হ্যাশট্যাগ

নেপাল ও ওমান ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। এশিয়া অঞ্চলের সেমিফাইনালে যার যার ম্যাচে দুই দলই জয় লাভ করে, আগামী বছরের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল।

ওমান, প্রতিপক্ষ বাহরাইনকে ১০ উইকেটে হারিয়েছে। অন্যদিকে নেপাল ভদ্রস্থ লক্ষ্যমাত্রা তাড়া করে ৮ উইকেটে আরব আমিরাতের বিপক্ষে জয়লাভ করেছে।

আকিব ইলিয়াসের ১০ রান দিয়ে ৪ উইকেট বাহরাইনকে ৯ উইকেটে ১০৬ রানে থামিয়ে দেয়। ওমানের দুই ওপেনার কেশপ প্রজাপতি ও প্রতীক আথাভালে ৬ ওভার বাকি থাকতেই নিজেদের পক্ষে জয় বের করে আনে।

নেপালের ক্ষেত্রে, স্পিনার কুশল মাল্লা ও সন্দীপ লামিচানের মিতব্যয়ী বোলিংয়ে ৯ উইকেটে ১৩৪ রানে থামিয়ে দিয়েছিল আরব আমিরাতকে। পরবর্তীতে নেপালের ওপেনার আসিফ শেখ একাই ৬৩ রানের এক ইনিংস খেলেন। ফলে জয় পেতে খুব বেশি অসুবিধা হয়নি দলটির।

নেপাল ও ওমান এখন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য উপযুক্ত দুই দল। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২০২৪ সালে ১৮ টি দল নিয়ে ২০ ওভার ক্রিকেটের এই বিশ্ব আয়োজন অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২ টি দল আফ্রিকা কোয়ালিফায়ার থেকে নির্ধারিত হবে এই মাসের শেষে।

৯৭ ডেস্ক

Read Previous

হেনরির সর্বনাশে জেমিসনের পৌষ মাস

Read Next

আইপিএলে বিনিয়োগ করতে চায় সৌদি আরব!

Total
0
Share