ইংল্যান্ডে ভয় ওয়াসিম আকরামের!

আন্তর্জাতিক ক্যালেন্ডার থেকে ওয়ানডে বাদ দিতে চান ওয়াসিম
Vinkmag ad

বাংলাদেশকে হারানোর পর পাকিস্তানের সম্ভাবনা আবার নতুন করে ডানা মিলেছে। টানা চারটি ম্যাচ হারের পর গত মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে জয় তুলেছে দলটি। কোলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করেছে বাবর আজমের দল। সেমিফাইনালের দৌড়ে বাংলাদেশের সম্ভাবনা আর না থাকলেও, পাকিস্তান এখনও নিজেদের সম্ভাবনা জিইয়ে রেখেছে। অবশ্য সেটা অনেকটা নির্ভর করবে অন্যান্য দলের উপরেও, আর নিজেদের ম্যাচ জেতার বিকল্প তো কিছুতেই নেই।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার ওয়াসিম আকরাম পাকিস্তানকে নিজেদের ম্যাচেই মনোযোগ রাখার পরামর্শ দিয়েছেন। অন্যান্য দলের খেলা বা ফলাফল, যা বাবরদের হাতে নেই- তা নিয়ে খুব বেশি চিন্তা করাটা সমীচীন মনে করছেন না ওয়াসিম।

অন্যদিকে আরেকটি ব্যাপারও উল্লেখ করেছেন এই সাবেক খেলোয়াড়। ইংল্যান্ডের এখন আর হারানোর কিছু নেই। মূলত, বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ জয় ছাড়া, ইংলিশরা আর জয়ের দেখা পায়নি। ফলে দলটি এখন এমনভাবে খেলবে, সেটা হতে পারে বেশ আক্রমণাত্মক। যেহেতু তাঁদের আর ফলাফল নিয়ে না ভাবলেও চলছে। এমনটি ভাবনা ওয়াসিমের।

তিনি বলেন, “তাঁরা (পাকিস্তান) কেবল একটি কাজ করতে পারে। তাঁদের কেবল নিজেদের খেলা জিততে হবে। এরপর আশা এবং প্রার্থনা করতে হবে যে, অন্য দলগুলি অনুকূল ফলাফল প্রদান করবে। কারণ এই জিনিসগুলি আপনার নিয়ন্ত্রণে নেই। নিউজিল্যান্ড যদি আবারও বড় ব্যবধানে হারে, সেটিও পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই। তাঁদের নিজেদের ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত। পরের দুই ম্যাচ, বড় দলের বিপক্ষে।”

এরপর তিনি যোগ করেন, “আমি ইংল্যান্ডকে ভয় পাই। কারণ তাঁরা বাদ পড়েছে। তাঁরা এখন নির্ভয়ে ক্রিকেট খেলতে পারে। তাঁদের হারানোর কিছু নেই। তাঁরা আক্রমণাত্মক হবে এবং কারও ‘পার্টি’ নষ্ট করতে চাইবে।”

পাকিস্তানের পরের দুই ম্যাচ নিউজিল্যান্ড ও ইংল্যান্ড এর বিপক্ষে। অন্যদিকে আগামীকাল, ৪ নভেম্বর, ইংল্যান্ড লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

৯৭ ডেস্ক

Read Previous

শামি’র টোটকা: ছন্দ, ভালো খাবার, মন কলুষিত না করা

Read Next

হেনরির সর্বনাশে জেমিসনের পৌষ মাস

Total
0
Share