

নিজেদের মাঠে উড়ছে ভারত। উড়ছেন দলের অধিনায়ক। ভয়ডরহীন ব্যাট চালিয়ে রান বের করে নিচ্ছেন প্রায় প্রতি ম্যাচেই। নিজের ইনিংস গড়ার ব্যাপারে তেমন ভাবনা নেই। বরং পাওয়ারপ্লে কাজে লাগিয়ে শুরুতেই ব্যাটিং সহজ করে দেওয়ার কাজটা করছেন রোহিত শর্মা।
সংবাদ সম্মেলনে এসেছিলেন গতকাল। আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত। সেই উপলক্ষ্যেই ওয়াংখেড়ের সম্মেলন কক্ষে হাজির রোহিত। দলের মিডিয়া ম্যানেজার যখন ভারতীয় অধিনায়ককে নিয়ম অনুযায়ী পরিচয় করিয়ে দিচ্ছেন, রোহিত বলে উঠলেন, “ড্যুড, তাঁরা কি আমাকে চিনে না?”
বেশ সাবলীল আছেন এই ভারতীয় ওপেনার। দল জিতছে, অধিনায়ক ও ব্যাটার হিসেবেও সাফল্য আসছে, সবই যেন উর্ধ্বমুখী। তবুও রোহিত জানে, কিছু একটা ভুল বা কিছু একটা খুঁত পেলেই, কেমন বদলে যাবে সব। আর তাই তো, যে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি পরিচিত, তাঁরা যে তাঁকে ভালোভাবেই চেনে, সে কথা রোহিতও আরেকবার মনে করালেন।
সম্মেলন কক্ষে ভারতীয় এই অধিনায়ক বলেন,
“আমি যখন ওপেন করি, আমি সবসময় মনে রাখি, স্কোরবোর্ড শূন্য থেকে শুরু হচ্ছে। যখন আপনি শুরু করবেন, আপনি ভয়ডরহীন হতে পারেন, খেলবেন যেমন ইচ্ছা। কিন্তু শেষ ম্যাচে, আমরা পাওয়ারপ্লেতে চাপে পড়ে যাই। আমরা ৩ টি উইকেট হারাই। তো খেলায় কিছু বদল দরকার ছিল। একজন ব্যাটসম্যান হিসেবে আমার লক্ষ্য, দল কি চাচ্ছে।”
রোহিতের নেতৃত্ব, বোলারদের মধ্যে বদল আনা, ফিল্ডিং পজিশনে বদল আনা ইত্যাদি দিয়ে বেশ ভালোই প্রশংসিত তিনি। তবে এরমধ্যে আটকে যেতে চান না এই ভারতীয়। বরং তিনি জানেন পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে।
“আপনি পরিস্থিতি পড়বেন। স্কোরবোর্ড থাকে এবং চেষ্টা করা সঠিক মুভ নেওয়া। কিছু সময় এটা কাজ করে, কিছু সময় করে না। আপনার সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি যদি জানি, আমরা যে ‘কল’ করি, তা দলের সর্বোত্তম স্বার্থে, এটা ঠিক আছে তখন। আমি জানি এসব কীভাবে কাজ করে। একটি খারাপ ম্যাচ হোক, আমি খারাপ অধিনায়ক হয়ে যাব।”
আজ শ্রীলঙ্কার বিপক্ষে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, দুপুর আড়াইটায়, নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে ভারত। পূর্বে খেলা ছয় ম্যাচের ছয়টি’তেই জয় পেয়েছে স্বাগতিকরা।