

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ ‘ব্যক্তিগত কারণে’ দেশে ফিরেছেন এবং অনির্দিষ্টকালের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ ব্যক্তিগত কারণে নিজ দেশে ফিরেছেন। আগামী শনিবারের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও খেলতে দেখা যাবেনা তাঁকে। গ্লেন ম্যাক্সওয়েলের ইনজুরির পর মার্শের না থাকা দলকে তাই ভোগাবে বলেই ধারণা করা যায়।
মার্শ ভারত থেকে অস্ট্রেলিয়ার পার্থে উড়ে গেছেন গতকাল, বুধবার। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ এক বিবৃতি দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেছে। গত সোমবার গলফ কার্ট থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন আরেক অলরাউন্ডার, ম্যাক্সওয়েল।
মার্শের ব্যাপারে বিবৃতিতে বলা হয়েছে, “অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ ব্যক্তিগত কারণে গত রাতে আইসিসি (পুরুষ) ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ থেকে দেশে ফিরেছেন।”
“তাঁর দলে ফেরার একটি টাইমলাইন নিশ্চিত করা হবে। আর এই সময়ে আর কোনো বিস্তারিত জানানো হবে না।”
মার্শের অনুপস্থিতিতে মার্কাস স্টইনিস ফিরতে পারেন, তাঁর ছোট যে পায়ের অংশে সমস্যা ছিল, তা কাটিয়ে। এই সমস্যার কারণেই মূলত তাঁকে নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচে একাদশের বাইরে রাখা হয়েছিল। ক্যামেরন গ্রিন ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। আর মারনাস লাবুশেইন মিডল-অর্ডার সামলাবেন।
মার্শের না থাকায় স্টিভ স্মিথ নিজের ৩ নম্বর পজিশনে ফিরতে পারেন। তবে অস্ট্রেলিয়ার কম্বিনেশনের জন্য এটি বেশ বড় ধাক্কা বলতে হয়। যেখানে তাঁদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত থাকছে, মার্শ ও ম্যাক্সওয়েল। আর এই সময়টাও অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ, যখন তাঁদের সেমিফাইনালে যাওয়ার জন্য লড়তে হচ্ছে।